দিল্লি , ১ জুন : পূর্ণ মন্ত্রিসভার বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ সকাল 11.30 টায় এই বৈঠক শুরু হয়েছে । দ্বিতীয় মোদি সরকারের প্রথম বর্ষপূর্তিকে মাথায় রেখে এই বৈঠকে তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছেন । সূত্রের খবর এমনটাই ।
এই বৈঠকের আগে সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটিও সাক্ষাৎ করবে বলে আশা করা হচ্ছে ।
সূত্রের খবর , মন্ত্রীসভায় প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছেন , দেশে তা যুগান্তকারী প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে । এই বৈঠকে শীর্ষ নিরাপত্তা প্যানেল লাদাখে চিনের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করবে । অর্থনৈতিক বিষয়ক কমিটি আনলক 1.0 পরে অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করা যায় সেই বিষয়ে আলোচনা করবে ।
শনিবারই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে নতুন নির্দেশিকায় জানানো হয়েছিল , "বিভিন্ন ফেজ়ে নিষিদ্ধ কার্যক্রম পুনরায় চালু করা হবে । আনলক 1.0-এ পুনরায় চালু হওয়া নতুন পর্যায়ে অর্থনীতিকেই কেন্দ্রে রাখা হবে । "