দিল্লি, 28 অক্টোবর : ভিন্ন রাজনৈতিক মতাদর্শ তাঁদের সম্পর্কে কখনও অন্তরাল হয়নি ৷ রাষ্ট্রপতি থাকাকালীন প্রণব মুখোপাধ্যায় বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন ৷ আবার প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে পালটা জানিয়েছেন মোদি ৷ প্রাক্তন রাষ্ট্রপতিকে "প্রণবদা" বলে তিনি সম্মোধন করেন ৷ সেই প্রণবদাকে দীপাবলির শুভেচ্ছা জানাতে তাঁর বাসভবনে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী ৷
গতকাল প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে তাঁকে ফুল ও মিষ্টি দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ প্রাক্তন রাষ্ট্রপতিও মোদিকে দীপাবলির শুভেচ্ছা জানান ৷ তাঁদের সেই শুভেচ্ছার ছবি নিজের টুইটারে দেন নরেন্দ্র মোদি ও প্রণব মুখোপাধ্যায় ৷