দিল্লি, 29 জুন : একদিকে চিনের সঙ্গে সংঘাত । অন্যদিকে দেশজুড়ে বাড়ছে কোরোনার সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে আজ বিকেল চারটেয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, লাদাখ সীমান্তে চিনকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা ৷ চলতি মাসের 15 তারিখে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "বীর সেনারা দেখিয়ে দিয়েছে ভারত মায়ের গায়ে আঁচড় দেওয়ার চেষ্টা করলে তারা তার যোগ্য জবাব দিতে জানে ৷ "
তিনি ব্যবসায়ী ও নাগরিকদের কাছে চিনা সামগ্রী বয়কটের আবেদন জানান ৷ বলেন,"আমাদের স্থানীয় দ্রব্য কেনায় জোর দিতে হবে । তবেই ভারত মজবুত হবে ৷" চিন প্রসঙ্গে তিনি বলেন, ভারত যেমন বন্ধুত্ব বজায় রাখতে জানে তেমনই চোখে চোখ রাখতেও জানে ৷ এরপর গতকালই কেন্দ্রের তরফে টিকটক, উইচ্যাট ও ইউসি ব্রাউজ়ার সহ 59টি চিনা অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছে ৷
এদিকে 1 জুলাই থেকে লাগু হচ্ছে আনলক-টু । এই নিয়ে গাইডলাইনও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে । এই পরিস্থিতিতেই আজ বিকেলে ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ।