পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চৌরিচৌরা ঘটনার শতবর্ষে পা, ডাকটিকিট প্রকাশ প্রধানমন্ত্রীর

ব্রিটিশ শাসিত ভারতের এই ঘটনাকে স্মরণ করে শহিদদের স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে করলেন নয়া ডাকটিকিট প্রকাশ৷

https://www.aninews.in/news/national/general-news/pm-modi-releases-postage-stamp-to-mark-beginning-of-centenary-celebrations-of-chauri-chaura-incident20210204121703/
চৌরিচৌরা অগ্নিকাণ্ডের শতবর্ষে পা, ডাকটিকিট প্রকাশ প্রধানমন্ত্রীর

By

Published : Feb 4, 2021, 1:25 PM IST

গোরক্ষপুর, 4 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার শতবর্ষে পা দিল চৌরিচৌরার অসহযোগ আন্দোলন৷ সেই উপলক্ষে এদিন নয়া ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচিতে যোগ দেন তিনি৷

অনুষ্ঠানে অভ্যাগতদের উদ্দেশে ভাষণে মোদি বলেন, ‘‘শুধুমাত্র থানায় অগ্নিসংযোগের মধ্যেই চৌরিচৌরার ঘটনাকে আটকে রাখলে হবে না৷ এর প্রভাব ছিল বিরাট৷ বিভিন্ন কারণেই এই ঘটনাকে খাটো করে দেখানো হয়েছিল৷ আমাদের এটা ওভাবে দেখলে চলবে না৷ আগুন শুধুমাত্র থানায় লাগানো হয়নি৷ আগুন লেগেছিল মানুষের হৃদয়ে৷’’

এই প্রসঙ্গে মোদির আক্ষেপ, ‘‘চৌরিচৌরার ঘটনায় শহিদদের কখনই যথাযথ মর্যাদা দেওয়া হয়নি৷ এটা খুবই দুর্ভাগ্যজনক৷ দেশের জন্য তাঁদের বলিদান সকলেকই উদ্বুদ্ধ করেছে, অথচ এই আত্মবলিদান ইতিহাসের পাতায় সেভাবে জায়গা করে নিতে পারেনি৷’’

উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে৷ চৌরিচৌরার ঘটনার শতবর্ষ উপলক্ষ্য়ে এদিন সকালে রাজ্য়ের 75টি জেলাতেই নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল উত্তরপ্রদেশ সরকার৷

আরও পড়ুন:7-এ মোদির সভা হলদিয়ায়, 6 ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে পাঁচ "পরিবর্তন যাত্রা" বিজেপির

প্রসঙ্গত, 1922 সালের 4 ফেব্রুয়ারি ঘটেছিল চৌরিচৌরার ঘটনা৷ ব্রিটিশরাজের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন একদল মানুষ৷ যার জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা৷ আগুন ধরিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট থানায়৷ তাতে 22 জন পুলিশকর্মী এবং তিনজন আন্দোলনকারীর মৃত্য়ু হয়৷

ABOUT THE AUTHOR

...view details