গোরক্ষপুর, 4 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার শতবর্ষে পা দিল চৌরিচৌরার অসহযোগ আন্দোলন৷ সেই উপলক্ষে এদিন নয়া ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচিতে যোগ দেন তিনি৷
অনুষ্ঠানে অভ্যাগতদের উদ্দেশে ভাষণে মোদি বলেন, ‘‘শুধুমাত্র থানায় অগ্নিসংযোগের মধ্যেই চৌরিচৌরার ঘটনাকে আটকে রাখলে হবে না৷ এর প্রভাব ছিল বিরাট৷ বিভিন্ন কারণেই এই ঘটনাকে খাটো করে দেখানো হয়েছিল৷ আমাদের এটা ওভাবে দেখলে চলবে না৷ আগুন শুধুমাত্র থানায় লাগানো হয়নি৷ আগুন লেগেছিল মানুষের হৃদয়ে৷’’
এই প্রসঙ্গে মোদির আক্ষেপ, ‘‘চৌরিচৌরার ঘটনায় শহিদদের কখনই যথাযথ মর্যাদা দেওয়া হয়নি৷ এটা খুবই দুর্ভাগ্যজনক৷ দেশের জন্য তাঁদের বলিদান সকলেকই উদ্বুদ্ধ করেছে, অথচ এই আত্মবলিদান ইতিহাসের পাতায় সেভাবে জায়গা করে নিতে পারেনি৷’’