পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে 1 লাখ 75 হাজার বাড়ির উদ্বোধন প্রধানমন্ত্রীর - prime minister narendra modi

প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) অধীনে 1 লাখ 75 হাজার বাড়ির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী । ভিডিয়ো কন্ফারেন্সে আজ তিনি উদ্বোধন করেন ।

pm modi
pm modi

By

Published : Sep 12, 2020, 2:35 PM IST

দিল্লি ও ভোপাল, 12 সেপ্টেম্বর : মধ্যপ্রদেশে 1 লাখ 75 হাজার বাড়ির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) অধীনে এই বাড়িগুলি তৈরি করা হয়েছে ।

আজ ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যমে এই বাড়িগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । ধর, সিঙ্গুরৌলি, গোওয়ালিওরের যে সব মানুষের জন্য এই বাড়ি তৈরি করা হয়েছে । তাঁদের উদ্দেশেও কথা বলেন মোদি ।

তাঁদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, “এই দীপাবলি বা অন্যান্য উৎসবে আপনাদের উদযাপন অন্য পর্যায়ে হবে । কোরোনা আবহ না হলে আপনাদের প্রধান সেবক (প্রধানমন্ত্রী মোদি) আপনাদের সঙ্গে থাকতেন ।”

আজ অনুষ্ঠানে মধ্যপ্রদেশের রাজ্যপাল আনান্দিবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, BJP সাংসদ জোতিরাদিত্য সিন্ধিয়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান । বলেন, “তাঁর বিভিন্ন যোজনার মাধ্যমে এই দেশের অবস্থানে বদল এনেছেন তিনি । মধ্যপ্রদেশের বাসিন্দাদের কথা ভাবর জন্য তাঁকে ধন্যবাদ ।”

শিবরাজ সিং চৌহানের সংযোজন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা 20 লাখের মধ্যে 17 লাখ বাড়ি তৈরি করেছি । প্রধানমন্ত্রীর স্বপ্ন, এই দেশের প্রত্যেক গরিব মানুষ বাড়ি পাবেন ।

ABOUT THE AUTHOR

...view details