দিল্লি, 11 সেপ্টেম্বর : যখন পড়ুয়াদের জীবনের সঙ্গে শিক্ষা সঠিকভাবে জড়িত হয়, তখন তাঁদের জীবনের উপর তার ইতিবাচক প্রভাব পড়ে । জাতীয় শিক্ষানীতি, 2020 ও একুশ শতকের স্কুল শিক্ষব্যবস্থা সংক্রান্ত এক সম্মেলনে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাশাপাশি, নতুন যুগের শিক্ষা ব্যবস্থার জন্য পাঁচটি নীতির কথাও উল্লেখ করেন তিনি । কীভাবে জাতীয় শিক্ষা নীতি, 2020-র সঠিক প্রয়োগ করা যায়, সেই বিষয়েও আলোকপাত করেন তিনি ।
আজ থেকে শুরু হল জাতীয় শিক্ষানীতি, 2020 ও একুশ শতকের স্কুল শিক্ষব্যবস্থা সংক্রান্ত এই সম্মেলন । চলবে আগামী কাল পর্যন্ত । সম্মেলনে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, শিক্ষাবিষয়ক রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় ধোতরে ও বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা ।
সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, "যখন চারিদিকে শিক্ষার আলো বিরাজ করে, তখন পড়ুয়াদের মধ্যে তা একটি ইতিবাচক প্রভাব ফেলে । শুধু পড়ুয়াদের মধ্য়েই নয়, সমাজের উপরও ইতিবাচক প্রভাব পড়ে । নতুন যুগের শিক্ষা ব্যবস্থাকে আরও সহজ করা ও প্রযুক্তিসমৃদ্ধ করার দিকে আমাদের জোর দিতে হবে ।" এর জন্য পাঁচটি মূলমন্ত্রও বলেন তিনি , "সংযুক্তিকরণ, অন্বেষণ, অভিজ্ঞতা, প্রকাশ করা ও উৎকর্ষতা অর্জন করা ।"