পশ্চিমবঙ্গ

west bengal

ঝাড়খণ্ডে জয়ের জন্য হেমন্ত সোরেনকে অভিনন্দন জানিয়ে টুইট মোদির

By

Published : Dec 23, 2019, 8:10 PM IST

Updated : Dec 23, 2019, 8:41 PM IST

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে BJP শিবিরের কার্যত ভরাডুবি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ ৷ আগের নির্বাচনের তুলনায় এবারে 12 টি আসন কম পেয়েছে BJP ৷ অন্য ঝাড়খণ্ডে মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট পেয়েছে 47টি আসন ৷ জয়ের জন্য JMM নেতা হেমন্ত সোরেনকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ৷

Soren
ছবি সৌজন্যে ANI

দিল্লি, 23 ডিসেম্বর : ঝাড়খণ্ডে সরকার গড়ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট ৷ তারা 47 টি আসন পেয়েছে ৷ JMM নেতা হেমন্ত সোরেন 25 হাজার 740 ভোটে দুমকা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ ঝাড়খণ্ডে জয়ের জন্য হেমন্ত সোরেনকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নির্বাচনী ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ার আগে হেমন্ত সোরেনকে অভিনন্দন জানিয়ে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "হেমন্ত সোরেন ও JMM নেতৃত্বাধীন জোটকে নির্বাচনী সাফল্যের জন্য অভিনন্দন জানাই ৷ রাজ্য পরিচালনা করার জন্য তাদের আগাম শুভেচ্ছা রইল ৷" একইসঙ্গে রাজ্যবাসীকেও ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি টুইটে লেখেন, "এতগুলি বছর রাজ্যের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ঝাড়খণ্ডের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই ৷ পাশাপাশি দলীয় কর্মীদেরও ধন্যবাদ জানাই তাদের কঠোর পরিশ্রমের জন্য ৷ আমরা আগামী দিনেও রাজ্যকে সেবা করে যাব এবং জনস্বার্থের ইশুগুলি তুলে যাব ৷"

প্রধানমন্ত্রীর টুইটের পরে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খোলেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ তিনি বলেন, " ঝাড়খণ্ডের মানুষের রায়কে আমরা সম্মান করি ৷ বিগত পাঁচ বছর ধরে রাজ্যকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই ৷"

Last Updated : Dec 23, 2019, 8:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details