হায়দরাবাদ, 27 ডিসেম্বর : শহরকে প্লাস্টিক বর্জ্যমুক্ত করতে অভিনব পদক্ষেপ করেছে GHMC (গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ) ৷ প্লাস্টিক দূষণমুক্ত করতে ইতিমধ্যেই GHMC-র তরফে তৈরি হয়েছে গ্রিন স্ট্রিট ভেন্ডিং জ়োন ৷
হাইটেক সিটির শিল্পরামামের কাছে ভেন্ডিং জ়োন তৈরি করা হয়েছে ৷ 800 মিটার এলাকা জুড়ে সেখানে মোট 55 টি স্টল রয়েছে ৷ সবগুলিই পুনর্ব্যবাহরযোগ্য সামগ্রী দিয়ে তৈরি ৷
GHMC-র জ়োনাল কমিশনার হরি চন্দনা দাসারি জানান, পুরো এলাকাটি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকমুক্ত ৷
প্লাস্টিক মুক্ত স্ট্রিট ভেন্ডিং জ়োন গুজরাতের একটি কম্পানি এই স্টলগুলি বানিয়েছে 40টন পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে ৷ প্রতিটি স্টল তৈরিতে লেগেছে প্রায় দু'হাজার পুনর্ব্যবহারযোগ্য বোতল ৷ প্রতিটি স্টল তৈরিতে 90,000 টাকা খরচ করা হয়েছে GHMC-এর তরফে ৷
হরি চন্দনা দাসারি আরও জানান, বিক্রেতাদের 4 মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ তাদের শেখানো হয়েছে খাদ্য সুরক্ষা পদ্ধতি ৷ সেইসঙ্গে শেখানো হয়েছে কীভাবে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধ করতে হবে ৷ তাঁর আরও সংযোজন, এটা ভারতে প্রথম যেখানে স্ট্রিট ভেন্ডাররা FSSAI (ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া )-র অনুমোদনপ্রাপ্ত ৷
হায়দরাবাদে গ্রিন স্ট্রিট ভেন্ডিং জ়োন, প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি পুনর্ব্যবহারযোগ্য মেটেরিয়াল দিয়ে নির্মিত GHMC-র লক্ষ্য আগামী 10-15 দিনের মধ্যে এই ভেন্ডিং জ়োন চালু করা ৷ আশা, এই পদক্ষেপ আগামীদিনে হায়দরাবাদকে একটি 'সাসটেনেবল সিটি' হিসেবে তুলে ধরবে ৷