পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুম্বইতে বৃষ্টিতে অবতরণের সময় চাকা পিছলে গেল বিমানের - mumbai jaipur plane

ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে অবতরণের সময় পিছলে রানওয়ে থেকে বেরিয়ে গেল একটি বিমান । জয়পুর-মুম্বই (SG- 6237) রুটের স্পাইসজেটের ওই বিমানে যাত্রী ছিলেন 167 জন ।

ছবি সৌজন্যে : ANI

By

Published : Jul 2, 2019, 8:59 AM IST

Updated : Jul 2, 2019, 10:29 AM IST

মুম্বই, 2 জুলাই : ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে অবতরণের সময় পিছলে রানওয়ে থেকে বেরিয়ে গেল একটি বিমান । জয়পুর-মুম্বই (SG- 6237) রুটের স্পাইসজেটের ওই বিমানে যাত্রী ছিলেন 167 জন । এই দুর্ঘটনার জেরে বিমানবন্দরের প্রধান রানওয়েটি আপাতত বন্ধ রাখা হয়েছে । অন্য রানওয়ে দিয়ে যাতায়াত করছে বিমানগুলি । এই বিমানবন্দরে নামার কথা ছিল এমন 54টি বিমানকে আহমেদাবাদ ও বেঙ্গালুরুর বিমানবন্দরে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

প্রায় সাত দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে । গোটা মুম্বই এখন কার্যত জলমগ্ন । ব্যাহত সেখানকার জনজীবন । গতকাল রাত থেকে অতি ভারী বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে ইতিমধ্যেই মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 20 জনের । অনেক জায়গায় রেললাইন জলমগ্ন । তাই বিমান পরিষেবার পাশাপাশি ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা । বাতিল হয়েছে একাধিক বিমান ও ট্রেন ।

বৃষ্টির মধ্যে অবতরণের সময় গতকাল রাতে স্পাইসজেটের বিমানের চাকা পিছলে যায় । এর জেরে বিমানটি রানওয়ে থেকে বেরিয়ে যায় । দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয় । যাত্রীরা আতঙ্কিত হলেও সকলেই নিরাপদে রয়েছেন ।


অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে মহারাষ্ট্র সরকার মুম্বই, কল্যাণ ও থানের সব সরকারি ও বেসরকারি স্কুলে আজ ছুটি ঘোষণা করেছে ।

Last Updated : Jul 2, 2019, 10:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details