মুম্বই, 2 জুলাই : ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে অবতরণের সময় পিছলে রানওয়ে থেকে বেরিয়ে গেল একটি বিমান । জয়পুর-মুম্বই (SG- 6237) রুটের স্পাইসজেটের ওই বিমানে যাত্রী ছিলেন 167 জন । এই দুর্ঘটনার জেরে বিমানবন্দরের প্রধান রানওয়েটি আপাতত বন্ধ রাখা হয়েছে । অন্য রানওয়ে দিয়ে যাতায়াত করছে বিমানগুলি । এই বিমানবন্দরে নামার কথা ছিল এমন 54টি বিমানকে আহমেদাবাদ ও বেঙ্গালুরুর বিমানবন্দরে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
প্রায় সাত দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে । গোটা মুম্বই এখন কার্যত জলমগ্ন । ব্যাহত সেখানকার জনজীবন । গতকাল রাত থেকে অতি ভারী বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে ইতিমধ্যেই মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 20 জনের । অনেক জায়গায় রেললাইন জলমগ্ন । তাই বিমান পরিষেবার পাশাপাশি ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা । বাতিল হয়েছে একাধিক বিমান ও ট্রেন ।