পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আমার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন পীযূষ গোয়েল : অভিজিৎ বন্দ্যোপাধ্যায় - Piyush Goyal

কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, "আমার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন পীযূষ গেয়েল ৷"

ছবি

By

Published : Oct 19, 2019, 11:17 PM IST

দিল্লি, 19 অক্টোবর : তাঁর নোবেল জয়ে উচ্ছ্বাসে যেমন ভেসেছে দেশবাসী, তেমনই নানা দিক থেকে এসেছে নিন্দা ৷ কেউ তাঁর নাগরিকত্ব, কেউ তাঁর চিন্তাধারা, কেউ তাঁর মতাদর্শ নিয়ে নানা কটাক্ষ করেছেন ৷ তার মাঝেই অকপট অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিজিৎ ৷ বললেন, "আমার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন পীযূষ গেয়েল ৷"

আজই দেশের মাটিতে পা রেখেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ গেছেন নিজের বিশ্ববিদ্যালয়ে ৷ দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গেও ৷ পরে কলকাতায় আসারও কথা রয়েছে৷ এর মাঝেই এক সংবাদসংস্থায় দেওয়া সাক্ষাৎকারে তাঁকে নিয়ে যাবতীয় কটাক্ষ, যাবতীয় সমালোচনার জবাব দিলেন নোবেলজয়ী ৷

গতকাল পুনেতে এক সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী পীযূষ গোয়েল নোবেলজয়ীকে শুভেচ্ছা জানান ৷ একইসঙ্গে গোয়েল বলেন, "এক জন ভারতীয় নোবেল পেয়েছেন । তার জন্য গর্বিত আমরা । তাই বলে ওঁর সঙ্গে একমত হতে হবে এমন নয় । বিশেষত, গোটা দেশ যখন ওঁর ভাবনাকে খারিজ করে দিয়েছে । অভিজিৎ বাবুর চিন্তাভাবনার কথা সকলেরই জানা ৷ কিন্তু উনি সম্পূর্ণ একজন বামপন্থী ৷"

কেন্দ্রীয় মন্ত্রীর আরও বক্তব্য, কংগ্রেসের NYAY প্রকল্পের গুণগান করেছেন নোবেলজয়ী, যা দেশবাসী গ্রহণ করেননি ৷ আমার মনে হয়, ওঁর পরামর্শের প্রয়োজন নেই আমাদের ৷

এ বিষয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "উনি আমার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন ৷ অর্থনীতি নিয়ে আমার চিন্তাভাবনা পক্ষপাত দোষে দুষ্ট নয় ৷ কংগ্রেসের মতো যদি BJP সরকার আমাকে জিজ্ঞেস করে একটি নির্দিষ্ট আয়সীমার অধীনে জগনণের সংখ্যা কত ? আমি কি তাদের সঠিক পরিসংখ্যানটা বলব না ৷ অর্থনীতিতে একজন পেশাদার মানুষ হিসেবে আমি তাদের সঠিক তথ্য দেব ৷"

তবে শুধু পীযূষই নন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেল পাওয়ার পর থেকেই তাঁর উদ্দেশে একাধিক সমালোচনা ধেয়ে এসেছে গেরুয়া বাহিনী থেকে ৷ নোবেল জয়ের পর BJP সাংসদ অনন্ত হেগড়ে অভিজিতের তীব্র নিন্দা করেন । গতকালই বাংলার BJP নেতা রাহুল সিনহা তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ৷ বলেছেন, "যাদের দ্বিতীয় স্ত্রী বিদেশি তাঁরাই নোবেল পান ৷" এটা নোবেল পাওয়ার মাপকাঠি কি না সেই প্রশ্নও ছুড়ে দিয়েছেন তিনি ৷ তাঁর প্রতি তির্যক মন্তব্য করেছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও ৷

এই বিষয়ে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "আমরা অনেক রাজ্য সরকারের সঙ্গে কাজ করেছি ৷ নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখনও আমরা সেখানকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে কাজ করেছি ৷ আমাদের খুব ভালো অভিজ্ঞতাও হয়েছিল ৷ আমরা অনেক BJP পরিচালিত সরকারের সঙ্গে কাজ করছি ৷ আমরা হরিয়ানার সঙ্গে কাজ করছি ৷ উত্তরপ্রদেশের সঙ্গে কাজ করব ৷ শুধু কংগ্রেস সরকার বা BJP সরকার এমন কোনও বিষয় নেই ৷ এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে ৷"

তিনি জানিয়েছেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইচ্ছে প্রকাশ করেন তাহলে সমস্তরকম সাহায্য করতে পিছপা হবেন না ৷ প্রসঙ্গত, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁৎ সংস্থার পরামর্শ মেনে ইতিমধ্যে বিশ্বের প্রায় 12 টি দেশ
দারিদ্রমুক্তির আলো দেখতে পেয়েছেন ৷ কিন্তু নোটবাতিলের পর থেকেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যুক্তির বিরোধিতা শুরু হয়েছিল গেরুয়া শিবির থেকে ৷ এখন দেখার যাবতীয় বিতর্ক ভুলে কি মোদি সরকারও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে রাজি হবেন ?

ABOUT THE AUTHOR

...view details