দিল্লি, 6 ডিসেম্বর : এবার ভারতে জরুরি ক্ষেত্রে কোরোনার ভ্য়াকসিনের ব্য়বহারে অনুমোদন চেয়ে আবেদন জানাল মার্কিন মেডিকেল সংস্থা ফাইজ়ার ৷ সংবাদ সংস্থার সূত্রে খবর, ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার কাছ এমনই আবেদন জানিয়েছে সংস্থাটি ৷ ইতিমধ্য়ে ব্রিটেন এবং বাহারিনে ফাইজ়ারের তৈরি ভ্য়াকসিনের উপর ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ সূত্রের খবর, ডিসিজিআই ফাইজ়ারের আবেদনে সাড়া দিতেও পারে ৷ তবে, তার জন্য় ভারতের বাইরে চলা পরীক্ষার ফলের উপর তা নির্ভর করছে ৷
শুক্রবার ফাইজ়ার ইন্ডিয়ার তরফে ছাড়পত্রের আবেদন করা হয়েছে ৷ যে আবেদনে ভারতে ফাইজ়ারের তৈরি ভ্য়াকসিনের রপ্তানি এবং তার বণ্টন ও বিক্রির অনুমতি চাওয়া হয়েছে ৷ একই সঙ্গে 2019 নিউ ড্রাগস অ্য়ান্ড ক্লিনিকাল ট্রায়ালস আইন অনুযায়ী, ভারতীয়দের উপর ভ্য়াকসিনের পরীক্ষার অনুমোদন চেয়েছে ফাইজ়ার ৷ মার্কিন এই সংস্থাকে ছাড়পত্র দেওয়া হবে কি না, তিন মাসের মধ্য়ে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ ডিসিজিআই সূত্রে খবর, কোনও ভ্য়াকসিনকে স্থানীয়ভাবে ক্লিনিকাল ট্রায়াল করানোর বিশেষ ক্ষমতা ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার রয়েছে ৷ তবে, এতদিন সেই ক্ষমতা ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া ব্য়বহার করেনি ৷