পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংখ্যালঘুরা এতদিন প্রতারিত হয়েছে, এটা রুখতে হবে : মোদি - loksabha election

নরেন্দ্র মোদি

By

Published : May 25, 2019, 6:33 PM IST

Updated : May 26, 2019, 10:37 AM IST

2019-05-25 19:41:11

মোদি বলেন, "ভারতমাতার উপর আমাদের কাছে কোনও দেবতা নেই । আমরা ভারতমাতাকে সবথেকে বেশি সম্মান জানাই ।"

2019-05-25 19:17:37

প্রচারের মোহ থেকে বাঁচার নির্দেশ দেন মোদি । বলেন, "কারোর কথা বিশ্বাস করবেন না । কেউ ফোন করে বলতেই পারে । কিন্তু, ভরসা করবেন না । সরকারিভাবে ফোন এলেও একবার যাচাই করে দেখুন ।" সেইসঙ্গে VIP কালচার বন্ধ করারও নির্দেশ দেন মোদি । বলেন, "কেন চেকিং হবে না ? আমরাও তো নাগরিক । নিজেদের বদলাতে হবে । লালবাতি সরানোর পর দেশের মানুষের কাছে একটা বার্তা গেছে । মনোহর পর্রিকরজিও এরকম সাধারণ জীবনযাপন করতেন । একটা কথা মনে রাখবেন, আপনারা দেশের সাংসদ । কেরালা, কাশ্মীর সব জায়গারই চিন্তা করতে হবে । আমি আনন্দের সাথে বলতে পারি 2014-র পর 5 বছর আমরা গরিবের জন্য সরকার চালিয়েছি । এখন বলতে পারি, 5 বছর পর গরিবরাই আমাদের সরকার বানাল ।" তিনি আরও বলেন, "সংখ্যালঘুদের সঙ্গে এতদিন ধরে চিটিং হয়েছে । আমাদের এটা রুখতে হবে ।"

2019-05-25 19:05:52

NDA সংসদীয় দলের নেতা বলেন, "NDA-র কাছে এনার্জি ও সিনার্জি (তারুণ্য ও অভিজ্ঞতা) আছে । আমরা এখন NA-RA অর্থাৎ ন্যাশনাল অ্যাম্বিশন, রিজিওনাল অ্যাম্বিশন । আমাদের নিজেদের পরিবর্তন করা জরুরি । নাহলে দেশ ক্ষমা করবে না । অহংকারকে দূরে সরিয়ে রাখুন । নিজেদের মধ্যে অহংকার আসতে দেবেন না । মনে রাখবেন, আপনি নিজের কৃতিত্বে জেতেননি । মোদিও আপনাকে জেতায়নি । আমাদের দেশের মানুষ জেতায় । মনে রাখবেন, জনতার জন্যই আমরা আমাদের কাজটা করতে পারি । জনতার আদেশ পালন করতে হবে ।"

2019-05-25 18:58:51


মোদি বলেন, "2014-তে বলেছিলাম মোদিই মোদির চ্যালেঞ্জার । 2019-এ 2014-র রেকর্ড ভেঙে দিলাম । এত মহিলা সাংসদ এই প্রথম ।"

2019-05-25 18:52:24

মোদি বলেন, "এই দেশ পরিশ্রমের কদর করে । আর যে সৎ, তার পাশে থাকে দেশবাসী । এবারের নির্বাচন তারই প্রমাণ । যারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন । আমি তাদের জন্য রয়েছি । যাদের বিশ্বাস তৈরি করতে হবে, তাদের জন্যও রয়েছি । আমাদের ভাবনা, সব কা সাথ, সব কা বিকাশ । শাসক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে । জনপ্রতিনিধি হিসেবেও আমাদের একটা দায়িত্ব আছে । মনে রাখবেন, কেউ আমাদের পর নয় । আমি দেখেছি এই নির্বাচন দেশের জনতা লড়েছে । মোদি লড়েনি ।"

2019-05-25 18:41:51

নরেন্দ্র মোদি বলেন, "ভারতের গণতন্ত্রকে আমাদের বুঝতে হবে । দিনের পর দিন ভারতের গণতন্ত্র আরও বেশি পরিণত হয়েছে । ভারতের ভোটারদের প্রভাবিত করা যায় না । জনতা আমাদের ভোট দিয়েছে । বিপুল জনাদেশ দায়িত্ব বাড়ায় । আপনারা সবাই আমাকে নেতা হিসেবে নির্বাচিত করেছেন । আমিও আপনাদের একজন । আপনাদের সমান । আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে । কিছু ভুল হলে তার দায়িত্ব আমার । 2019-এর নির্বাচন দেওয়াল ভাঙার কাজ করেছে । মন জোড়ার কাজ করেছে । দেশের জনতা একটা নতুন যুগের সূচনা করেছে । আমরা তার সাক্ষী । আমরা রচিয়তা নয় ।"

2019-05-25 18:37:15

নরেন্দ্র মোদি বলেন, "ভারতের গণতন্ত্রকে আমাদের বুঝতে হবে । দিনের পর দিন ভারতের গণতন্ত্র আরও বেশি পরিণত হয়েছে ।"

2019-05-25 18:25:13

দিল্লি, 25 মে : দিল্লির সেন্ট্রাল হলে আজ বৈঠকে বসেছে সংসদীয় কমিটি । সেখানে NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হয় নরেন্দ্র মোদিকে । 

পরে নেতাদের উদ্দেশে অমিত শাহ বলেন, "দেশের নেতা হিসেবে মোদিকে বেছে নেওয়া হয়েছে । মানুষ মোদিকে চাইছে । মোদি 5 বছর দেশবাসীর সেবা করেছেন । দেশবাসী মোদির সাথেই আছে । দেশবাসী দেশের নেতাকে বেছে নিয়েছে । 20 বছরে একদিনও ছুটি নেননি মোদি । মানুষ তাই পরিবারতন্ত্রকে হটিয়ে ফের একবার মোদির উপরই ভরসা রেখেছে ।" 

Last Updated : May 26, 2019, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details