মুম্বই, 10 জুন : ঘূর্ণিঝড় নিসর্গ বিধ্বস্ত মহারাষ্ট্রের রায়গড় জেলা পরিদর্শন করলেন NCP প্রধান শারদ পাওয়ার । গতকাল তিনি দুর্গত এলাকা পরিদর্শনের পর জানান, “রায়গড়কে স্বাভাবিক ছন্দে ফেরাতে রাজ্য ও কেন্দ্রকে একযোগে কাজ করতে হবে ।”
ঘূর্ণিঝড় নিসর্গ গত 3 জুন মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়ে । মুম্বই থেকে 115 কিলোমিটার দূরে রায়গড় জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । শুধু রায়গড়ের জন্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে 100 কোটি টাকা ত্রাণ ঘোষণা করেন । নিসর্গ বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর পাওয়ার বলেন, “ধান চাষ, মৎস্য ও উদ্যানপালন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । নারকেল ও কাজুর বাগান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে । কেন্দ্র যদি রাজ্য সরকারকে সাহায্য না করে তাহলে আর্থিক ক্ষতি সামলানো মুশকিল হয়ে যাবে । কেন্দ্রীয় দলের রায়গড় পরিদর্শন করার কথা । তারপরে আমি কেন্দ্রীয় সরকারের সঙ্গে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করব ।”
NCP প্রধান জানান, “ঘূর্ণিঝড় আছে পড়ার পর দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে । এর প্রভাব ব্যবসার ক্ষেত্রে পড়েছে । পাশাপাশি পানীয় জলের সমস্যা রয়েছে । লকডাউনে যেসব খাদ্যশস্য বিলি করার কথা ছিল সেগুলিও ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে গেছে । রাজ্য সরকার নতুন করে সেসব বিলির ব্যবস্থা করছে ।” মনগাঁওয়ের বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পাওয়ার । সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অদিতি ঠাকরে এবং লোকসভার সাংসদ সুনীল ঠাকরে । মাশালাহ এলাকায় একটি হাসপাতাল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় । দিবে আগর এলাকায় সবেদা ও নারকেল গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে । এই দুই জায়গা পরিদর্শন করেন NCP প্রধান ।
রায়গড়ের সবথেকে বেশি ক্ষয়ক্ষতি যেখানে হয়েছে সেই হরিহরেশ্বর এবং শ্রীবর্ধন এলাকা পরিদর্শন করেন তিনি । তাঁঁকে সামনে পেয়ে স্থানীয় মানুষজন সাহায্যের দাবি জানান । পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের জন্য আর্জি জানান মানুষজন । শ্রীবর্ধনে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পাওয়ার । সাধারণ মানুষ যাতে সাহায্য পান তার জন্য যথোপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি ।
ঘূর্ণিঝড় নিস্বর্গের জেরে মহারাষ্ট্র ছ'জন মারা গেছেন এবং 16 জন আহত হয়েছেন । রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে 4 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে ।