ইসলামাবাদ, 20 অগাস্ট : প্রথমে সমালোচলা পরে হুঁশিয়ারি ৷ জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঙ্কার ছেড়েছিল ইসলামাবাদ ৷ এবার কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ইমরান প্রশাসনের মুখে ৷ পাকিস্তান বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আজ 370 ধারার বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করার হুঙ্কার দেন ৷
চলতি মাসের প্রথমে জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়া হয় ৷ রাজ্যসভায় এই ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এই ধারা বাতিল হওয়ার পরই কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে৷ কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিষয়টির বিরোধিতা করে৷ এই সিদ্ধান্তের পর পাক বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের এই পদক্ষেপ রাষ্ট্রসংঘের নিয়মের পরিপন্থী ৷ তবে এই বিষয়ে রাশিয়া ও পোল্যান্ডের মতো দেশেরও সমর্থন পায়নি পাকিস্তান ৷ চিনের অনুরোধে জম্মু ও কাশ্মীর ইশুতে ঘরোয়া ও রুদ্ধদ্বার বৈঠকও করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ৷