পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

370 ধারার জন্যই জম্মু-কাশ্মীরে অস্ত্র রপ্তানি করেছে পাকিস্তান, তোপ শাহের

আজ হরিয়ানার টিগাঁওয়ে নির্বাচনী প্রচারে আসেন অমিত শাহ ৷ সেখানে তিনি বলেন, 370 ধারা থাকার জন্যই জম্মু ও কাশ্মীরের যুবকদের ভুল পথে চালিত করেছে পাকিস্তান ৷ তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে ৷

ছবি

By

Published : Oct 16, 2019, 7:22 PM IST

চণ্ডীগড়, 16 অক্টোবর : 370 ধারা ও তা প্রত্যাহার প্রসঙ্গে আবারও নিজেদের অবস্থান তুলে ধরলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আবারও চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করলেন কংগ্রেস সরকারের ব্যর্থতা ৷ খোঁচা দিলেন সন্ত্রাসবাদ দমনে কংগ্রেস সরকারের নিষ্ক্রিয়তাকে ৷ বললেন, 370 ধারার জন্যই জম্মু ও কাশ্মীরের যুবকদের ভুল পথে চালিত করার সুযোগ পেয়েছে পাকিস্তান ৷

আজ হরিয়ানার টিগাঁওয়ে নির্বাচনী প্রচারে আসেন অমিত শাহ ৷ সেখানে তিনি বলেন, "370 ধারা থাকার জন্যই জম্মু ও কাশ্মীরের যুবকদের ভুল পথে চালিত করেছে পাকিস্তান ৷ তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে৷ 90-র দশকে কংগ্রেস আমলে সন্ত্রাসবাদের শুরু ৷ সে দিন থেকে আজ পর্যন্ত ৷ প্রায় 40,000 মানুষ প্রাণ হারিয়েছেন ৷ কিন্তু কংগ্রেস 370 ধারা প্রত্যাহার করতে পারেনি ৷"

BJP-র সর্বভারতীয় সভাপতি দাবি, "যখন পাকিস্তানের সেনারা চূড়ান্ত থেকে চৃড়ান্ততম পদক্ষেপ করেছে তখনও চুপ থেকেছে কংগ্রেস ৷ কংগ্রেসের শাসনকালের শেষ দশ বছরে নীরব প্রধানমন্ত্রী একবারও তাঁর মুখ খোলেননি ৷ এমনকি যখন পাকিস্তান আমাদের সেনার মাথা কাটল, তখনও তিনি চুপ ছিলেন ৷ উরি ও পুলওয়ামার ক্ষেত্রেও তারা চুপ থাকার চেষ্টা করেছিল ৷ কিন্তু এবার আমরা সার্জিকাল স্ট্রাইক ও আকাশপথে হামলা চালিয়ে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিয়েছি৷"

অমিত শাহর বক্তব্য, "হরিয়ানা সাহসীদের ভূমি । এখানে এমন কোনও গ্রাম নেই যেখানকার সন্তানরা শহিদ হননি ৷ কংগ্রেস বলে, আমরা রক্তের দালালি করি ৷ আমরা আমাদের সাহসী জওয়ানদের রক্তের প্রতিশোধ নিতে যথাসাধ্য করেছি৷"

নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরেরও প্রশংসা করেন তিনি ৷ বলেন, "গত পাঁচ বছর ধরে রাজ্যে দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ সরকার পরিচালনা করেছেন মনোহরলাল খট্টর৷ সুপারিশের মাধ্যমে কেউ চাকরি পাননি এখানে৷ এই কৃতিত্ব তাঁর প্রাপ্য ৷ তাঁর নেতৃত্বেই এই অঞ্চলে উন্নয়ন সম্ভব ৷"

ABOUT THE AUTHOR

...view details