বেঙ্গালুরু, 15 ডিসেম্বর : প্রয়াত মহাকাশ বিজ্ঞানী পদ্মবিভূষণ প্রাপ্ত রোদ্দাম নরশিমা । মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত 8 ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-এর সঙ্গে একসময় যুক্ত ছিলেন তিনি । তাঁর মৃ্ত্যুতে টুইটে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
স্নায়ুরোগ বিশেষজ্ঞ সুনীল ভি ফুর্তাদো জানান, "বিজ্ঞানীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তাঁর অবস্থা অত্যন্ত খারাপ ছিল । তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল ।" চিকিৎসক ফুর্তাদো আরও জানান, 2018 সালে বিজ্ঞানী রোদ্দামের ব্রেনস্ট্রোক হয় । পাশাপাশি তাঁর হৃদযন্ত্রে বেশ কিছু সমস্যা ছিল । বেঙ্গালুরুর রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজ্ঞানী । তাঁর স্ত্রী ও মেয়ে রয়েছেন ।
আরও পড়ুন :বিশ্বের সেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় ভারতের 1500
1933 সালের 20 জুলাই বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন রোদ্দাম নরশিমা । মহাকাশ বিজ্ঞানে তাঁর অবদান অনস্বীকার্য । 1962 থেকে 1999 সাল পর্যন্ত আইআইএসসি-তে মহাকাশ বিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেছেন । ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ়-এ 1984 থেকে 1993 সাল পর্যন্ত ডিরেক্টর পদে ছিলেন । 2004 তেকে 2014 পর্যন্ত বেঙ্গালুরুর জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চের ইঞ্জিনিয়ারিং মেকানিকসের চেয়ারপার্সনও ছিলেন রোদ্দাম ।
আরও পড়ুন :প্রয়াত বিজ্ঞানী গোবিন্দ স্বরূপ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
মহাকাশ বিজ্ঞানে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ 2013 সালে তাঁকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করে ভারত সরকার । দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের কাছের মানুষদের অন্যতম ছিলেন । তাঁরা যৌথভাবে 'ডেভেলপমেন্টস ইন ফ্লুইড মেকানিকস অ্যান্ড স্পেস টেকনোলজি' নামে একটি বই লেখেন । ডঃ কালামের পাশাপাশি সি এন আর রাওয়েরও ঘনিষ্ঠ ছিলেন রোদ্দাম নরশিমা । ভারতের রকেট বিজ্ঞানী সতীশ ধাওয়ানের ছাত্রও ছিলেন তিনি ।