পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিদম্বরমকে তলব, বিমান চুক্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ED - congress

UPA আমলে এয়ার ইন্ডিয়ার জন্য 111টি বিমান কেনার চুক্তি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতেই পি চিদম্বরমকে ডেকে পাঠানো হয়েছে ।

চিদম্বরমকে তলব, বিমান চুক্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ED

By

Published : Aug 19, 2019, 7:50 PM IST

দিল্লি, 19 অগাস্ট : কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ED (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) । সূত্রের খবর, UPA আমলে এয়ার ইন্ডিয়ার জন্য 111টি বিমান কেনার চুক্তি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে । 23 অগাস্ট তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ।

চুক্তি প্রসঙ্গে তৎকালীন অসামরিক বিমানমন্ত্রী প্রফুল প্যাটেল দাবি করেন, পি চিদম্বরমের নেতৃত্বাধীন মন্ত্রীদের একটি "এমপাওয়ার্ড গ্রুপ"-এর তরফে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল ।

2005 সালে প্রায় 70 হাজার কোটি টাকার বিনিময়ে বোয়িং সংস্থা থেকে 68টি এবং এয়ারবাস থেকে 43টি বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয় । এরপর এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্সের সংযুক্তি হয়ে 2007 সালে ।

বিমান ক্রয় নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় 2017 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমে 3টি মামলা দায়ের করে CBI । সেই ঘটনায় এই তলব বলে জানা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details