দিল্লি, 13 মে : অর্থমন্ত্রীর প্যাকেজে লাখ লাখ দরিদ্র, ক্ষুধার্ত ও বিধ্বস্ত ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের জন্য কিছু নেই । তিনি প্যাকেজ ঘোষণার পর হতাশ হয়েছেন বলেই জানালেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম । তিনি বলেন, "ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের জন্য প্যাকেজে যে ঘোষণা করা হয়েছে, তা বাদ দিয়ে আজ আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণাতে হতাশ হয়েছি । এই সরকার নিজেই নিজের অবহেলা ও ভয়ের কাছে বন্দী হয়ে রয়েছে ।"
তবে, নগদ টাকার বিষয়ে যে পদক্ষেপের ঘোষণা করা হয়েছে, সেই বিষয়ে মন্তব্য করতে চাননি প্রাক্তন অর্থমন্ত্রী । তবে তিনি বলেন, "এই ধরনের পদক্ষেপ রাজস্বে কোনও সহায়তা করে না । এমনকী, বিশ্বের কোথাও রাজস্বকে সাহায্যের জন্য এই ধরনের প্যাকেজ গ্রহণ করা হয় না ।" প্রাপ্তির ভাঁড়ার যে আসলে শূন্য একথাও বুঝিয়ে দিয়েছেন তিনি ৷