লখনউ, 4জুলাই : কুখ্যাত দুষ্কৃতী বিকাশদুবেকে ধরতে এবার25টিবিশেষ টিম তৈরি করল উত্তরপ্রদেশ পুলিশ । তাকে ধরতে গিয়েই গতকাল গুলিতে মৃত্যু হয়আট জন পুলিশকর্মীর । তারপর থেকে এখনও বিকাশ দুবেকে নাগালে পায়নি পুলিশ । কানপুরেরবিভিন্ন এলাকায় চলছে তল্লাশি ।
কানপুরজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ তার একটি বাড়িও ভেঙে ফেলা হয় । বুলডোজ়ার ব্যবহারকরে গুড়িয়ে দেওয়া হয় সব । তার বিরুদ্ধে60টি ফৌজদারি মামলা রয়েছে ।
গোপনসূত্রে খবর পেয়ে কানপুরের দাগী অপরাধী বিকাশ দুবেকে ধরতে গতকাল চৌবেপুরের বিকরুগ্রামে যায় পুলিশের একটি দল । এলাকায় তল্লাশি শুরু করেন তাঁরা । সেইসময় তাঁদেরলক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা । ঘটনাস্থানেই মৃত্যু হয় আটপুলিশকর্মীর । আহত হন আরও6জন ।
দুষ্কৃতী হামলার খবর পেয়েঘটনাস্থানে যান কানপুরেরSSPএবংIG।ফরেনসিক টিমও ঘটনাস্থানে পৌঁছায় । তারপর থেকে এখনওঅধরা বিকাশ দুবে । পুলিশ জানায়,থানায় ঢুকে এক প্রতিমন্ত্রীকে খুনসহ বেশ কয়েকটিঅভিযোগ রয়েছে বিকাশের বিরুদ্ধে । বিকাশই তার দলবল নিয়ে এই হামলা চালায় ।