পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CAA ইশুতে বিরোধীদের মিথ্যা প্রচারে বাড়ছে বিভ্রান্তি, দাবি শাহের - অমিত শাহ

CAA বিরোধী প্রতিবাদে দিল্লিতে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে 43 জন ৷ এই হিংসার পরিস্থিতির জন্য এবার সরাসরি বিরোধীদের দায়ি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Amit Shah
অমিত শাহ

By

Published : Feb 28, 2020, 7:47 PM IST

ভুবনেশ্বর, 28 ফেব্রুয়ারি : CAA নিয়ে মিথ্যা প্রচার করছে বিরোধীরা ৷ আজ ভুবনেশ্বর থেকে এই অভিযোগই করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিরোধীদের এই ধরনের মিথ্যা প্রচারের জন্য বিভ্রান্তি বাড়ছে, আর সেই থেকেই দেশজুড়ে হিংসা বাড়ছে বলে বিরোধীদের আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বললেন, "এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় ৷"

ভুবনেশ্বরের এক মিছিল থেকে তিনি আরও বলেন, "বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি, কমিউনিস্টরা, কংগ্রেস ও মমতা দিদি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছেন ৷ তাঁরা বলছেন, সংখ্যালঘুরা এই আইনে নাগরিকত্ব হারাবে ৷ তাঁরা মিথ্যা কেন বলছেন? CAA নাগরিকত্ব পাইয়ে দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় ৷''

এর আগেও একাধিকবার অমিত শাহ ও অন্যান্য BJP শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়েছিল, প্রতিবেশী দেশগুলিতে যারা ধর্মীয় নিপীড়নের শিকার তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন ৷ এদিকে CAA বিরোধী প্রতিবাদে পরিস্থিতি দিন দিন খারাপ হতে শুরু করেছে রাজধানীতে ৷ বিগত পাঁচদিনে মৃতের সংখ্যা বেড়ে 43 ছুঁয়েছে ৷ পাঁচদিন কেটে গেলেও দিল্লির পরিবেশ এখন থমথমে হয়ে রয়েছে ৷ এই পরিস্থিতিতে অমিত শাহের এই মন্তব্য় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details