শোপিয়ান, 10 মে : নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে মৃত্যু হল এক জঙ্গির । তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে ।
শোপিয়ানে গুলির লড়াই, নিকেশ 1 জঙ্গি - sopian
শোপিয়ানের বিভিন্ন এলাকায় রুটিন তল্লাশি চলছিল । সেই সময়ই নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে মৃত্যু হল এক জঙ্গির ।
ফাইল ফোটো
শোপিয়ানের বিভিন্ন এলাকায় রুটিন তল্লাশি চলছিল । সেই সময়ই নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয় । মৃত্যু হয় এক জঙ্গির ।
আজ সকালে ওই জঙ্গির দেহ উদ্ধার হলেও পরিচয় জানা যায়নি ।