পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুপওয়ারায় ৩ দিন ধরে সেনা-জঙ্গি লড়াই, শহিদ জওয়ান - encounter

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার বাবাগুন্দ গ্রামে তৃতীয় দিনেও শহিদ আরও এক জওয়ান।

ছবিটি প্রতীকী

By

Published : Mar 3, 2019, 11:58 AM IST

কুপওয়ারা, ৩ মার্চ : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার বাবাগুন্দ গ্রামে তৃতীয় দিনেও অব্যাহত সেনা ও জঙ্গিদের গুলির লড়াই। ঘটনায় আজ শহিদ হন আরও এক জওয়ান।

অভিযান চলাকালীন শুক্রবার দু'জন পুলিশ আধিকারিক ও দু'জন CRPF জওয়ান শহিদ হন। ঘটনায় ওয়াসিম আহমেদ মির নামে একজন নাগরিকও মারা যান বলে প্রশাসন সূত্রে খবর। শহিদ দুই পুলিশ আধিকারিকের নাম নাসির আহমেদ কোহলি ও গুলাম মুস্তফা বরাহ। শহিদ দুই CRPF জওয়ানের নাম ইন্সপেক্টর পিণ্টু ও বিনোদ।

সূত্রে খবর পাওয়ার পর শুক্রবার সকালে পুলিশ ও নিরাপত্তাবাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। সেইসময় তদন্তকারীদের উপর জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেন জওয়ানরা।

অভিযান চলাকালীন এই এলাকায় যাতে কেউ প্রবেশ না করে, তার জন্য অনুরোধ করা হয় পুলিশের তরফে। কারণ এইসব এলাকায় বিস্ফোরক পদার্থ থাকতে পারে। তাই যতক্ষণ না এই অভিযান শেষ হচ্ছে ততক্ষণ পুলিশের সঙ্গে সহযোগিতা করতে নাগরিকদের অনুরোধ করা হয়।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details