কুপওয়ারা, ৩ মার্চ : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার বাবাগুন্দ গ্রামে তৃতীয় দিনেও অব্যাহত সেনা ও জঙ্গিদের গুলির লড়াই। ঘটনায় আজ শহিদ হন আরও এক জওয়ান।
অভিযান চলাকালীন শুক্রবার দু'জন পুলিশ আধিকারিক ও দু'জন CRPF জওয়ান শহিদ হন। ঘটনায় ওয়াসিম আহমেদ মির নামে একজন নাগরিকও মারা যান বলে প্রশাসন সূত্রে খবর। শহিদ দুই পুলিশ আধিকারিকের নাম নাসির আহমেদ কোহলি ও গুলাম মুস্তফা বরাহ। শহিদ দুই CRPF জওয়ানের নাম ইন্সপেক্টর পিণ্টু ও বিনোদ।