পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঘিরেছিল কুকুর, আস্তাকুঁড় থেকে নবজাতককে উদ্ধার অটোচালকের

যশবন্তপুরের ত্রিবেণী রোডের কাছে আস্তাকুঁড়ে আজ সকালে একটি নবজাতককে পাওয়া যায় । উদ্ধার করেন এক অটোচালক ।

bengaluru
নবজাতককে উদ্ধার

By

Published : Apr 24, 2020, 11:04 AM IST

বেঙ্গালুরু, 24 এপ্রিল : আস্তাকুঁড়ের মধ্যে একরত্তি রক্তাক্ত শরীর পড়ে রয়েছে । মুখ দিচ্ছে কুকুর । শোনা যাচ্ছে কান্না । আশেপাশে ঘোরাফেরা করছে মাছি । কিন্তু একভাবে কেঁদে চলেছে ছোটো শরীরটা । প্রাণ আছে তখনও । দেশের এই কঠিন সময়ে নবজাতকটিকে আস্তাকুঁড়ে ফেলে গিয়েছে তার আপন কেউ । বেঙ্গালুরু আজ সকালে এমন এক যন্ত্রণাদায়ক ঘটনার সাক্ষী রইল ।

যশবন্তপুরের ত্রিবেণী রোডের কাছে আস্তাকুঁড়ে আজ সকালে একটি নবজাতককে পাওয়া যায় । উদ্ধার করেন এক অটোচালক । সকালে সেখান দিয়েই যাচ্ছিলেন তিনি । কান্না শুনতে পেয়ে কাছে গিয়ে শিশুটিকে দেখতে পান । কুকুরে ঘিরে ধরেছিল । ওদের তাড়িয়ে দেন । ময়লা সরিয়ে রক্তমাখা শিশুটিকে কোলে তুলে নেন । আশেপাশে মানুষের থেকে সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেননি । অটো থেকে একটি কাপড় বের করে শিশুটিকে জড়িয়ে কেসি জেনেরাল হাসপাতালে নিয়ে যান তিনি । সেখানেই শিশুটিকে ভরতি করেন ।

শিশুটির চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা । একজন চিকিৎসক জানান, শিশুটি অপুষ্ট । তার ওজন অনেক কম । পুলিশে খবর দেন ওই অটোচালক ।

অটোচালক উদ্ধার করেন নবজাতককে

পুলিশ এবং চিকিৎসকরা ওই অটোচালকের কাজের প্রশংসা করেন । কে এই পরিস্থিতিতে শিশুটিকে রাস্তায় ফেলে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ । আপাতত, CCTV ফুটেজ দেখে তথ্য খোঁজার চেষ্টা করা হচ্ছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details