পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা রুখতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হল ওলা শেয়ার

দেশে কোরোনা সংক্রমণ রুখতে এবার ওলা শেয়ার ব্যবস্থা আপাতত স্থগিত রাখা হল ৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাত্রীরা ওলা শেয়ারে যাতায়াত করতে পারবেন নো ৷

Ola temporarily suspend ride sharing service in India
ওলা শেয়ার

By

Published : Mar 21, 2020, 2:43 PM IST

দিল্লি, 21 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে এবার অনিশ্চিতকালের জন্য স্থগিত রাখা হল ওলা শেয়ার ব্যবস্থা ৷ তবে চিরতরে বন্ধ নয়, দেশে কোরোনার প্রভাব না কাটা অবধি এই ব্যবস্থা বন্ধ রাখা হবে বলে জানাল কর্তৃপক্ষ ৷

চটজলদি ট্যাক্সি হিসাবে সকলের ভরসা এখন ওলা, উবার ৷ কম খরচে গন্তব্যে পৌঁছাতে অনেকেই ওলা শেয়ার ব্যবহার করেন ৷ কিন্তু বহু যাত্রী যেহেতু একে অপরের সংস্পর্শে আসেন, তাই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছিল ৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত অনির্দিষ্টকালের জন্য ওলা শেয়ার ব্যবস্থা বন্ধ রাখা হল ৷

কম্পানির তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘‘COVID-19 সংক্রমণ রুখতে আমরা আপাতত ওলা শেয়ার ক্যাটেগরিটি পরবর্তী নোটিশ অবধি বন্ধ রাখা হচ্ছে ৷’’

ওলা শেয়ার বন্ধ রাখা হলেও চালু থাকবে মিনি, মাইক্রো ও প্রাইম ক্যাটেগরি ৷ রেন্টাল ও আউটস্টেশন সার্ভিসও চালু রাখা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details