পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"ধাক্কা মত মারো" সংসদে মিমিকে আগলে বললেন নুসরত - journalists

আজ সংসদ থেকে বের হওয়ার সময় তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে ঘিরে ধরেন এক ঝাঁক সাংবাদিক ও চিত্রসাংবাদিক । দুই নায়িকাকে ঘিরে ভিড় ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় ।

"ধাক্কা মত মারো" সংসদে মিমিকে আগলে বললেন নুসরত

By

Published : Jun 25, 2019, 6:04 PM IST

দিল্লি, 25 জুন : সংসদ ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ধাক্কাধাক্কিতে বিরক্ত হলেন তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান । আজ সংসদ থেকে বের হওয়ার সময় দুই টলিউড তারকাকে ঘিরে ধরেন এক ঝাঁক সাংবাদিক ও চিত্রসাংবাদিক । তাঁদের অনেকেই দুই তারকা সাংসদের বাইট পেতে বুম বাড়িয়ে দেন । বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরায় ফটো তোলার চেষ্টা করেন । এর জেরে দুই নায়িকাকে ঘিরে ভিড় ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় । বিরক্ত মিমি চক্রবর্তীকে জোর গলায় সাংবাদিকদের বলতে শোনা যায়, "আপনারা একটু সরুন ।"

অভিনয় দুনিয়ার প্রথম সারির এই দুই তারকা সদ্য পা রেখেছেন রাজনীতিতে। সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন দু'জনে । তবে সাংবাদিকদের বুম ও ক্যামেরার সামনে আজ সাবলীল দেখায়নি তাঁদের । ভিড়ের চাপে ধাক্কাও খেতে হয় তাঁদের । নুসরত বিরক্ত সুরেই সাংবাদিকদের বলেন, "ধাক্কা মত দো । আপনারা এ ভাবে ধাক্কা মারতে পারেন না ।"

তুরস্ক থেকে বিয়ে সেরে নুসরত সদ্য ফিরেছেন দেশে । আজ লোকসভার সাংসদ হিসাবে শপথ নেন তিনি । শপথ নেন মিমিও । বাংলায় শপথবাক্য পাঠের পর দুজনেই বলেন বন্দে মাতরম, জয় হিন্দ এবং জয় বাংলা বলে । মিমি যাদবপুর ও নুসরত বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে জিতেছেন ।

ABOUT THE AUTHOR

...view details