দিল্লি, 25 জুন : সংসদ ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ধাক্কাধাক্কিতে বিরক্ত হলেন তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান । আজ সংসদ থেকে বের হওয়ার সময় দুই টলিউড তারকাকে ঘিরে ধরেন এক ঝাঁক সাংবাদিক ও চিত্রসাংবাদিক । তাঁদের অনেকেই দুই তারকা সাংসদের বাইট পেতে বুম বাড়িয়ে দেন । বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরায় ফটো তোলার চেষ্টা করেন । এর জেরে দুই নায়িকাকে ঘিরে ভিড় ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় । বিরক্ত মিমি চক্রবর্তীকে জোর গলায় সাংবাদিকদের বলতে শোনা যায়, "আপনারা একটু সরুন ।"
"ধাক্কা মত মারো" সংসদে মিমিকে আগলে বললেন নুসরত - journalists
আজ সংসদ থেকে বের হওয়ার সময় তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে ঘিরে ধরেন এক ঝাঁক সাংবাদিক ও চিত্রসাংবাদিক । দুই নায়িকাকে ঘিরে ভিড় ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় ।
অভিনয় দুনিয়ার প্রথম সারির এই দুই তারকা সদ্য পা রেখেছেন রাজনীতিতে। সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন দু'জনে । তবে সাংবাদিকদের বুম ও ক্যামেরার সামনে আজ সাবলীল দেখায়নি তাঁদের । ভিড়ের চাপে ধাক্কাও খেতে হয় তাঁদের । নুসরত বিরক্ত সুরেই সাংবাদিকদের বলেন, "ধাক্কা মত দো । আপনারা এ ভাবে ধাক্কা মারতে পারেন না ।"
তুরস্ক থেকে বিয়ে সেরে নুসরত সদ্য ফিরেছেন দেশে । আজ লোকসভার সাংসদ হিসাবে শপথ নেন তিনি । শপথ নেন মিমিও । বাংলায় শপথবাক্য পাঠের পর দুজনেই বলেন বন্দে মাতরম, জয় হিন্দ এবং জয় বাংলা বলে । মিমি যাদবপুর ও নুসরত বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে জিতেছেন ।