কলকাতা ও দিল্লি, 28 নভেম্বর : মাসকয়েক আগের লোকসভা নির্বাচনের গেরুয়া ঝড় মুখ থুবড়ে পড়ল বিধানসভা উপনির্বাচনে ৷ তিনটি কেন্দ্রেই ভরাডুবি রাজ্য BJP-র ৷ মাত্র কয়েকমাসের মধ্যেই থমকে যাওয়া গেরুয়া ঝড়ের প্রধান কারণ NRC ৷ এমনই মনে করছে ওয়াকিবহাল মহল ৷
নির্বাচনী ফলপ্রকাশের পরে আজ ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন NRC প্রসঙ্গে ৷ NRC-কে বাংলার মানুষ যে ভালো ভাবে মেনে নেয়নি, আজ পরোক্ষভাবে সেই ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ রাজ্য BJP-র ভরাডুবিতে NRC ইশু অন্যতম কারণ, একথা পরোক্ষে স্বীকার করে নিয়েছেন কালিয়াগঞ্জের BJP প্রার্থী কমল সরকারও ৷ তিনি বলেন, "NRC নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল ৷ "
রাজ্য BJP-ও ইতিমধ্যে সুর বদলেছে NRC প্রসঙ্গে ৷ NRC আর তাদের রাজনৈতিক ইশ্যু নয়, এমন কথা শোনা যাচ্ছে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখেও ৷
এদিকে NRC নিয়ে এখনও আগের সিদ্ধান্তেই অটল BJP-র চাণক্য অমিত শাহ ৷ রাজ্য BJP-র ভরাডুবির দিনেই BJP সভাপতি অমিত শাহ সাফ জানিয়ে দিলেন, বাংলায় NRC হবেই ৷ NRC এবং নাগরিকত্ব বিলের নামে দেশের সংখ্যালঘুদের ওপর চাপ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ উঠছিল বিভিন্ন মহল থেকে ৷ সেই প্রসঙ্গেই আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের নাগরিকদের জন্য নাগরিকপঞ্জী খুবই প্রয়োজনীয় ৷ যদি কেউ ভারতীয় হন তবে তাঁর NRC বা নাগরিকত্ব বিল নিয়ে আতঙ্কিত হওয়ার কথা নয় ৷
রাজ্যে যখন NRC ইশুতে টালমাটাল রাজ্য BJP, সেই মুহূর্তে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷