গুয়াহাটি, 30 অগাস্ট : আর কয়েকঘণ্টা । তারপরই প্রকাশিত হবে জাতীয় নাগরিকপঞ্জির (NRC) চূড়ান্ত তালিকা । যা নিয়ে উৎকণ্ঠায় ভুগছেন অনেকে । তবে, সরকার জানাচ্ছে অযথা আতঙ্কিত হবেন না ।
আজ এবিষয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, "রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ করবে । ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারলে আইনি সহায়তা পাবেন ।" তিনি আরও বলেন, "NRC-র তালিকায় নাম না ওঠা মানেই বিদেশি হয়ে গেলাম তা নয় । এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ফরেনারস ট্রাইবুনালের (FTs) আছে । "