অযোধ্যা, 23 ফেব্রুয়ারি : তাঁরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। এবার তাঁরা সবাই রাম মন্দির তৈরির সাক্ষী থাকবেন । আজ এমন বার্তাই দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠনের পর এই প্রথম অযোধ্যায় গেলেন আদিত্যনাথ । সেখান থেকেই তিনি আজ বলেন, "আমাদের প্রজন্ম খুবই সৌভাগ্যবান । আমরা সবাই রাম জন্মভূমি আন্দোলনকে চোখের সামনে থেকে দেখেছি । প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সবাই এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিলাম । এবার আমরা সবাই রামমন্দির তৈরিরও সাক্ষী থাকব ।"
পাশাপাশি আদিত্যনাথ বলেন, মন্দির প্রতিষ্ঠার পথ আরও সুগম হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য । বললেন, "রামমন্দিরের পথ প্রশস্ত করার জন্য অযোধ্যাবাসীদের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাচ্ছি ।"
দুই দিন আগেই মসজিদ গঠনের জন্য বিকল্প পাঁচ একর জমি পাওয়ার কথা নিশ্চিত করেছিল সুন্নি ওয়াকফ বোর্ড । ওয়াকফ বোর্ডের তরফে সভাপতি জ়াফর ফারুকি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, "জমি গ্রহণ করা বা না করা নিয়ে, আমাদের কোনও মতামত ছিল না । সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে । আমরা সেই নির্দেশ মেনেই চলছি ।" আগামীকালই সংশ্লিষ্ট বিষয়ে বোর্ডের বৈঠক হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি ।