দিল্লি, 4 এপ্রিল . প্রধানমন্ত্রী পাশে থাকার বার্তা দিয়েছেন। সকলের কাছে, দেশের প্রতিটি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন তাঁরা যেন জোটবদ্ধ হয়ে কোরোনার বিরুদ্ধে লড়াই করেন। কোরোনার অন্ধকারকে আবছা করে মোমবাতির আলোয় সবকিছুকে আলোকিত করার কথা বলেছেন। আর তা করতে গিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান, আগামীকাল রাত নটায় প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে শুভবার্তায় শামিল হওয়ার জন্য।
কিন্তু প্রধানমন্ত্রী এই আহ্বানের মধ্যেই কোথায় যেন একটা সতর্কতার প্রতিধ্বনিও রয়েছে । না মোমবাতি জ্বালানো নিয়ে কোনও সতর্কতা আসেনি দেশের প্রধানের কাছ থেকে। তা এল সেনাবাহিনীর কাছ থেকে। সেনার স্পষ্ট সতর্কবার্তা, মোমবাতি জ্বালান, প্রদীপ জ্বালান, কিন্তু তা কোনওভাবেই স্যানিটাইজ়ারে জীবাণুমুক্ত হাতে ধরবেন না।
বিশেষ করে যেসব স্যানিটাইজ়ারে অ্যালকোহলের মাত্রা অত্যধিক বেশি।