পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এ বছর দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা, জানাল মৌসম ভবন

এ বছর দেশে বর্ষা ঋতু স্বাভাবিক সময়ে হবে বলে আজ জানাল মৌসম ভবন ৷ গড়ে 100 শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মরশুমে ৷

বৃষ্টি
বৃষ্টি

By

Published : Apr 15, 2020, 8:36 PM IST

দিল্লি, 15 এপ্রিল : এ বছর দেশের মানুষ স্বাভাবিক বর্ষাকাল দেখবে বলে আশা করা হচ্ছে ৷ আজ পূর্বাভাসে এমনই জানানো হয় মৌসম ভবনের তরফে ৷

দক্ষিণ-পশ্চিম বর্ষার মরশুম দেশের কৃষিনির্ভর অর্থনীতিকে পরিপূর্ণ করে তোলে ৷ সাধারণত জুনের প্রথম সপ্তাহে কেরালার দক্ষিণ অংশে বৃষ্টি শুরু হয় এবং সেপ্টম্বরে রাজস্থানে তা শেষ হয় ৷ আজ অনলাইনে একটি বিবৃতির মাধ্যমে মৌসম ভবনের প্রধান এম মহাপাত্র বলেন, গড়ে 100 শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ৷ তবে তার পরিমাণ স্বাভাবিকই থাকবে ৷

বিগত 50 বছরের হিসেবে চার মাসের এই ঋতুতে সাধারণত 96-104 শতাংশ বৃষ্টিপাত হয়ে থাকে ৷ গত বছর এক সপ্তাহ দেরিতে জুন মাসের 8 তারিখে কেরালার উপকূলে বৃষ্টি শুরু হয় ৷ ভূ-বিজ্ঞান মন্ত্রকের সেক্রেটারি মাধবন রাজীবন বলেন, "এ বছর আমরা স্বাভাবিক বর্ষা পাব ৷ পরিমাণ মতো, মরশুমে বর্ষার দীর্ঘকালীন গড়ের 100 শতাংশ বৃষ্টিপাত হতে পারে ৷ মডেলের ত্রুটির কারণে তা পাঁচ শতাংশ কম বেশি হতে পারে ৷"

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, হাওয়ার তীব্রতা, মেঘলা ভাব ও বাতাসের গতিতে বৃষ্টিপাতের ধারাবাহিকতা পরিমাপের পরই বৃষ্টিপাতের আগমন ঘোষণা করা যায় ৷

মাধবন জানান, আবহাওয়া বিভাগ এ বছর থেকে বর্ষার শুরু ও শেষ হওয়ার তারিখগুলি সংশোধন করেছে ৷ তবে, কেরালায় মরশুমের প্রথম বৃষ্টিপাতের তারিখ 1 জুন, যা একই থাকবে ৷ সেচে পর্যাপ্ত বিকল্প উৎসের অভাবের কারণে ভারতের গ্রামগুলি বর্ষা ঋতুর উপর অনেক পরিমাণে নির্ভরশীল ৷ চার মাসের বর্ষা ঋতু থেকে বৃষ্টির 75 শতাংশ এই সেচের কাজে লাগে ৷ একটা ভালো মরশুমের প্রভাব দেশের অর্থনীতিতে পড়ে ৷ কারণ, দেশের GDP-তে কৃষির অবদান অনেকখানি ৷

ABOUT THE AUTHOR

...view details