পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অপহরণের পর কিশোরীকে 51 দিন ধরে গণধর্ষণ - captivate

51 দিন ধরে 3 জন যুবক মিলে গণধর্ষণ করে এক কিশোরীকে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায় ।

ছবিটি প্রতীকী

By

Published : May 8, 2019, 8:27 PM IST

দিল্লি, 8 মে : 51 দিন ধরে 3 জন যুবক মিলে গণধর্ষণ করে এক কিশোরীকে । অভিযোগ, একটি ঘরে ওই কিশোরীকে বন্দী করে বারবার তাকে ধর্ষণ করা হয় । সেখান থেকে কোনও ক্রমে পালিয়ে গত মাসের 22 তারিখ ওই কিশোরী নিজের বাড়ি ফিরে আসে । পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দু'জনকে চিনতে পেরেছে ওই কিশোরী । তারা কিশোরীর প্রতিবেশী । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায় ।

নির্যাতিতার পরিবারের অভিযোগ পুলিশ প্রাথমিকভাবে অভিযোগ নিতে চায়নি । পরে অবশ্য বিষয়টি SP (ক্রাইম)-এর কাছে পৌঁছালে FIR দায়ের করে পুলিশ ।

বাড়ি পৌঁছে কিশোরী পুরো বিষয়টি তার পরিবারকে জানায় । এরপর তার পরিবার তৃতীয়বারের জন্য থানায় অভিযোগ জানাতে যায় । কিন্তু তাদের অভিযোগটি নেওয়া হয়নি । উলটে একটি পেপারে সাইন করতে বলা হয় । পুলিশের তরফে কোনও পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত কিশোরীর বাবা 30 এপ্রিল গৌতম বুদ্ধ নগরের SP (ক্রাইম)-কে বিষয়টি লিখিত আকারে জমা দেন ।

ওই কিশোরীর বাবা ছোটু ও সুরজ নামে দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । ছোটুর বাড়ি মধ্যপ্রদেশের চাতারপুরে । অন্যদিকে সুরজের বাড়ি মহোবায় । অভিযোগপত্রে ওই কিশোরীর পরিবার জানায়, অভিযুক্ত দুই যুবক তাদের মেয়েকে অপহরণ করে একটি ঘরে বন্দী করে রেখেছিল । সেখানে তাকে 2 মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত বারবার ধর্ষণ করা হয় । হুমকি দেওয়া হয়, পালানোর চেষ্টা করলে মেরে ফেলা হবে । তাদের অনুপস্থিতিতে আদিত্য নামে আরও এক যুবক তার উপর নির্যাতন চালাত । আদিত্য 135 নম্বর সেক্টরের বাসিন্দা । বাড়ি বান্দা জেলায় ।

পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে IPC-এর 376d, 506 নম্বর ধারায় এবং POCSO অ্যাক্টের অধীনে অভিযোগ দায়ের করেছে ।

ABOUT THE AUTHOR

...view details