পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উপত্যকা ছাড়ছেন পর্যটকরা, বিমানবন্দরে টিকিটের হাহাকার - tickets

বিমানবন্দরের পাশাপাশি, সড়ক এবং রেলপথেও চাপ বেড়েছে আগের থেকে ৷ গতকাল প্রশাসনের তরফে নির্দেশিকার পরই অনেকে ট্রেনের টিকিট কাটতে চেষ্টা করেছেন বলে খবর ৷

ছবি

By

Published : Aug 3, 2019, 2:17 PM IST

শ্রীনগর, 3 অগাস্ট: রাজ্য প্রশাসন-স্বরাষ্ট্রমন্ত্রক গতকালই অমরনাথ তীর্থযাত্রী-সহ পর্যটকদের সরে যেতে বলেছিল ৷ ঘোষণা তো হয়েছে, কিন্তু পর্যটকরা বাড়ি ফিরবেন কী করে?

আজ সকাল থেকেই শ্রীনগর বিমানবন্দরে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এসেছিলেন বিমানের টিকিট করতে, কিন্তু, অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে ৷ সঙ্গে টিকিটের চড়া দাম ৷ টিকিট না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন ৷

পরিস্থিতির গুরুত্ব বুঝে বেশি করে উড়ান চালানোর কথা জানিয়েছে DGCA-র ৷ এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারা-র তরফে জানানো হয়েছে, বেশ কিছু বিমানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৷ অতিরিক্ত উড়ান চালানোর কথাও বলা হয়েছে সংস্থার তরফে ৷

বিমানবন্দরের পাশাপাশি, সড়ক এবং রেলপথেও চাপ বেড়েছে আগের থেকে ৷ গতকাল প্রশাসনের তরফে নির্দেশিকার পরই অনেকে ট্রেনের টিকিট কাটতে চেষ্টা করেছেন বলে খবর ৷ ইতিমধ্যে অনেক পর্যটক রুটিন কাটছাঁট করে বাড়ি ফেরার চেষ্টা শুরু করেছেন ৷

বৃহস্পতিবারই কাশ্মীরে বায়ুসেনা এবং স্থলসেনাকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠায় কেন্দ্র । সেই বার্তা পেয়েই ওই দিন সন্ধ্যা থেকে উপত্যকায় টহলদারি শুরু করেছে বায়ুসেনার যুদ্ধবিমান । নিরাপত্তা বিঘ্নিত হওয়ার গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরই অমরনাথ যাত্রী ও অন্য পর্যটকদের সরে যাওয়ার পরামর্শ দেয় প্রশাসন । তবে কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্যও প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details