বালিয়া(উত্তরপ্রদেশ), ১০ ফেব্রুয়ারি : দেশের অর্থনীতির অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে চলেছে বিরোধীরা । বাজেট পেশের পর তা আরও সপ্তমে উঠেছে । কারও কারও মতে, দেশের অর্থনীতি ICU-তে ছিলই । বাজেটের পর তা ভেন্টিলেশনে চলে গেছে । এদিকে দেশের অর্থনীতিকে ভালো দেখাতে মরিয়া BJP নেতারা । সেরকমই একজন BJP সাংসদ বীরেন্দ্র সিং মস্ত । তাঁর যুক্তি অনুযায়ী, কুর্তা ও ধুতির পরিবর্তে কোট ও জ্যাকেট পরাই বুঝিয়ে দেয় যে দেশে কোনও মন্দা নেই ।
এক জনসভায় যোগ দিয়ে এই BJP সাংসদ বলেন, "দিল্লি ও বিশ্বে মন্দা নিয়ে আলোচনা চলছে । যদি মন্দা চলত তাহলে আমরা এখানে কুর্তা ও ধুতি পরে আসতাম । কোট বা জ্যাকেট পরে নয় । যদি মন্দা চলত তাহলে আমরা প্যান্ট, পাজামা কিনতাম না ।"