পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা নিয়ে ভারতের এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই : WHO

দেশে এখনও পর্যন্ত 29 জনের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গেছে ৷ তবে এখনই চিন্তার কারণ নেই ৷ WHO-র মতে, ভারতে যারা আক্রান্ত হয়েছেন তাঁরা বিদেশে ছিলেন ৷ ভারতের মাটি থেকে কেউ সংক্রমিত হননি ৷ তাই ভয়ের কারণ নেই ৷

Coronavirus
ছবি

By

Published : Mar 5, 2020, 8:27 AM IST

Updated : Mar 5, 2020, 2:23 PM IST

দিল্লি, 5 মার্চ : বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে কোরোনার আতঙ্ক ৷ বাদ নেই ভারতও ৷ শেষ পাওয়া খবর, এখনও পর্যন্ত এদেশে 29 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷ তবে ভারতীয়দের এখনই সেভাবে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷

সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপৎকালীন পরিস্থিতি বিষয়ক ডিরেক্টর রডরিকো অফরিন জানিয়েছেন, "ভারতের এই মুহূর্তে সেভাবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷ ভারতে বেশ কিছু মানুষ কোরোনায় সংক্রমিত হয়েছে ৷ কিন্তু তাদের সকলেই বিদেশে ভ্রমণের কারণে সংক্রমিত হয়েছে ৷ সংক্রমণ যা হওয়ার তা বিদেশের মাটিতেই হয়েছে ৷"

29 জনের মধ্যে গতকালই 21 জনের সংক্রমিত হওয়ার খবর প্রকাশ্যে আসে ৷ আর এতেই বাড়ে আতঙ্ক ৷ ভারতীয় বাজার থেকে কর্পুরের মতো উবে যাচ্ছে N95 মাস্কও ৷ হাতে গোনা কিছু মাস্ক পাওয়া যাচ্ছে, সেগুলির দাম আকাশছোঁয়া ৷ সাধারণ মানুষ কী করবে বুঝে উঠতে না পেরে আরও বেশি করে আতঙ্কিত হয়ে পড়ছে ৷ তবে আদৌ কী এতটা আতঙ্কের কোনও কারণ আছে ? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ?

রডরিকো অফরিনের মতে, "এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷ বরং এই মুহুর্তে যেটা দরকার তা হল, সংক্রমিতদের সুস্থ করে তোলার জন্য আরও বেশি করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ করা ৷ আমরা জানি ভারত ইতিমধ্যে কোরোনা মোকাবিলার জন্য বেশ কিছু বিশেষ স্বাস্থ্যপরীক্ষা কেন্দ্র তৈরি করে নিয়েছে ৷ ভারত একদম ঠিকপথে এগোচ্ছে ৷ এটাই এখন আরও বেশি করে দরকার ৷ হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড রয়েছে ৷ সেগুলিকে যত দ্রুত সম্ভব পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত করে রাখতে হবে ৷"

ভারতীয় নাগরিকদের এই মুহূর্তে কী করা উচিত ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপৎকালীন পরিস্থিতি বিষয়ক ডিরেক্টর রডরিকো অফরিন বলছেন, "ভারতীয়দের এখন নিজেদের ন্যূনতম কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার ৷ ঘন ঘন হাত ধোয়া দরকার ৷ হাঁচি পেলে, মুখ ঢাকা দিয়ে হাঁচা দরকার ৷ অসুস্থ হলে দ্রুত ডাক্তার দেখানো উচিত ৷"

Last Updated : Mar 5, 2020, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details