পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নতুন ভারত , নতুন বিহারের লক্ষ্য পূরণে বড় ভূমিকা পালন করেছেন নীতিশ কুমার : প্রধানমন্ত্রী - Narendra Modi

বিহার বিধানসভা নির্বাচনের আগের থেকে NDA- তে সবকিছু স্বাভাবিক নেই ৷ জোটের শরিক JDU ও LJP-র মধ্যে সংঘাত বেড়েছে । দুই দলের মধ্যে জুলাইয়ে LJP -র তরফে অভিযোগ আনা হয় যে , রাজ্যের ছেলে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মামলা নিয়ে মুখ্যমন্ত্রী কোনও উদ্যোগ নেয়নি ৷ এরপর আজ প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন , নীতিশ কুমারের সঙ্গে কেন্দ্রের সম্পূর্ণ সমর্থন রয়েছে ৷

Narendra Modi
Narendra Modi

By

Published : Sep 13, 2020, 6:11 PM IST

দিল্লি , 13 সেপ্টেম্বর : "নতুন ভারত ও নতুন বিহারের জন্য বড় ভূমিকা পালন করেছেন নীতিশ কুমার ৷" বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে NDA-র মুখ হিসাবে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সমর্থন করে আজ এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তিনি আরও বলেন , " বিহার বহু বছর ধরে উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছনে ছিল ৷ রাজনীতি, ক্যাশ ক্রাঞ্চ ইত্যাদি আরও নানা কারণে পিছিয়ে ছিল ৷ একটা সময় ছিল যখন রাস্তা সংযোগ অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা , ইন্টারনেট সংযোগ নিয়ে আলোচনা করা হত না । বিহার অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ৷ নতুন ভারত, নতুন বিহারের ক্ষেত্রে আমাদের লক্ষ্য পূরণে নীতিশ কুমার বড় ভূমিকা পালন করেছেন ৷"

বিহার বিধানসভা নির্বাচনের আগের থেকে NDA- তে সবকিছু স্বাভাবিক নেই ৷ জোটের শরিক JDU ও LJP-র মধ্যে সংঘাত বেড়েছে । দুই দলের মধ্যে কোরোনা প্যানডেমিক , চাষিদের সমস্যা , চাকরির পরিস্থিতি বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে ৷ জুলাইয়ে LJP -র তরফে অভিযোগ আনা হয় যে , রাজ্যের ছেলে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মামলা নিয়ে মুখ্যমন্ত্রী কোনও উদ্যোগ নেয়নি ৷

এই সপ্তাহেই নির্বাচনের আগে LJP-র তরফে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ আসন্ন নির্বাচনে JDU-র সঙ্গে তারা লড়বে নাকি নির্বাচনে আলাদা লড়বে সেই বিষয়ে আলোচনা করা হয় ৷ বিহারের LJP সংসদীয় বোর্ডের বৈঠকের নেতৃত্বে ছিলেন LJP- র জাতীয় সভাপতি-সহ জামুই সাংসদ চিরাগ পাসওয়ান । তিন ঘণ্টা ধরে বৈঠকটি চলে । সূত্রের খবর, সংসদীয় বোর্ডের সদস্যরা বলেছেন যে , JDU নেতারা প্রচার করছেন যে LJP-র সঙ্গে জোট নেই । এমন পরিস্থিতিতে LJP-র উচিত JDU-র বিরুদ্ধে প্রার্থী দেওয়া । বোর্ডের সদস্যরা বলেছেন , মুখ্যমন্ত্রী নীতিশের কুমারের নামে রাজ্যের জনগণের মধ্যে কোনও উৎসাহ নেই । সেক্ষেত্রে নীতিশের নেতৃত্বে LJP-র নির্বাচন না করাই উচিত ।

এরপর আজ প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন , নীতিশ কুমারের সঙ্গে কেন্দ্রের সম্পূর্ণ সমর্থন রয়েছে ৷ মূল লড়াইটি বিহারের উন্নয়নের জন্য৷ তিনি বলেন , " আমরা বিহারের প্রতিটি অংশে বিকাশকে এগিয়ে নিয়ে যাচ্ছি , প্রতিটি ক্ষেত্রের সমস্যা সমাধানের চেষ্টা করছি ৷ যাতে বিহার উন্নয়নের নতুন চূড়ায় পৌঁছাতে পারে ৷"

ABOUT THE AUTHOR

...view details