পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অর্থনীতির হাল ফেরাতে নরসিমহা-মনমোহন মডেলের দাওয়াই অর্থমন্ত্রীর স্বামীর

এক দৈনিক সংবাদপত্রে পারাকালা প্রভাকরের লেখা প্রকাশিত হয় ৷ প্রভাকর বলেন, সরকার অর্থনৈতিক অবনমন মানতে নারাজ ৷ একাধিক ক্ষেত্রে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাও কেন্দ্র দেখানোর চেষ্টা করছে সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে ৷ অর্থনীতির চাকা সচল রাখতে পিভি নরসিমহা রাও-মনমোহন সিং অর্থনৈতিক মডেলকে গ্রহণ করা উচিত ৷

ছবি

By

Published : Oct 14, 2019, 8:06 PM IST

Updated : Oct 14, 2019, 8:38 PM IST

দিল্লি, 14 অক্টোবর : দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পারাকালা প্রভাকর ৷ আজই এক দৈনিক সংবাদপত্রে তাঁর একটি লেখা প্রকাশিত হয় ৷ সেখানে পারকালা প্রভাকর বলেন, "সরকার অর্থনৈতিক অবনমন মানতে নারাজ ৷ একাধিক ক্ষেত্রে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাও কেন্দ্র দেখানোর চেষ্টা করছে সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে ৷"

অন্ধ্রপ্রদেশ সরকারের প্রাক্তন জনসংযোগ উপদেষ্টা পারকালা প্রভাকর আরও বলেন, "অর্থনীতির চাকা সচল রাখতে পিভি নরসিমহা রাও-মনমোহন সিং অর্থনৈতিক মডেলকে গ্রহণ করা উচিত BJP-র ৷ নেহরুর অর্থনৈতিক মডেলকে আক্রমণ করার জন্য সরকারের সমালোচনা করেন তিনি ৷ বলেন, ওই দলের 'থিঙ্ক ট্যাঙ্ক'-রা বিষয়টি বুঝতে এখনও ব্যর্থ ৷ তাই এটি রাজনৈতিক আক্রমণ হয়েই থেকে গেছে, অর্থনৈতিক সমালোচনা হয়ে উঠতে পারেনি ৷"

সরকারের সমালোচনা করে পারকালা বলেন, "অর্থনৈতিক পরিস্থিতির মোকাবিলা করতে সরকার যে কৌশলি দৃষ্টিভঙ্গি নিচ্ছে তার দৃষ্টান্তও খুব কম ৷ নিজেদের চিন্তাভাবনার উন্নয়নেই সরকারের তীব্র অনীহা রয়েছে ৷ সরকারের মুক্ত বাজার কাঠামো ও পুঁজিবাদী ভাবনার আজও বাস্তবায়ন হয়নি ৷ রাজনৈতিক দিক থেকে নেহরুর মডেলকে সমালোচনা করার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে সরকারের অর্থনৈতিক চিন্তাভাবনা ৷"

পারাকালা প্রভাকরের বক্তব্য, "যেমন রাজনৈতিক ক্ষেত্রে BJP-র আইকন সর্দার বল্লভভাই প্যাটেল ৷ তেমনই অর্থনীতির রূপকার হতে পারত নরসিমহা রাওয়ের মডেল ।"

অর্থনীতিবিদ আরও বলেন, "এই মডেলকে পুরোপুরিভাবে গ্রহণ করলে এবং অনুসরণ করলে এখনও নরেন্দ্র মোদির সরকার গভীর জলে ডুবে থাকা অর্থনীতিকে তুলে আনতে পারে ৷ এই মডেল অর্থনৈতিক স্থবিরতা থেকে উঠে দাঁড়াতেও সাহায্য করবে ৷ নইলে বৃহৎ অর্থনৈতিক চিন্তাভাবনা সম্পন্ন নেতারা টেলিভিশন চ্যানেলে এসে পরিস্থিতি বিশ্লেষণ করে যাবেন আর তা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড হতে থাকবে ৷ "

Last Updated : Oct 14, 2019, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details