পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শহিদদের মায়ের পা ছুঁয়ে প্রণাম প্রতিরক্ষামন্ত্রীর - pulwama

দেরাদুনে শৌর্য সম্মান সমারোহের এক অনুষ্ঠানে শহিদদের মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন প্রতিরক্ষামন্ত্রী।

নির্মলা সীতারমন

By

Published : Mar 5, 2019, 10:42 AM IST

দেরাদুন, ৫ মার্চ : দেরাদুনে শৌর্য সম্মান সমারোহের এক অনুষ্ঠানে শহিদদের মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। গতকাল টুইটারে এই ভিডিয়ো পোস্ট করেন মুসৌরির BJP বিধায়ক গণেশ জোশি।

শহিদদের স্ত্রী এবং মা-বাবাকে সম্মান জানাতে গতকাল দেরাদুনে শৌর্য সম্মান সমারোহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে তাঁদের পুষ্পস্তবক ও শাল দিয়ে সম্মানিত করছিলেন প্রতিরক্ষামন্ত্রী। ভিডিয়োয় দেখা যাচ্ছে, যখনই সেনাদের মায়েরা মঞ্চে আসছেন, প্রতিরক্ষামন্ত্রী তাঁদের পা ছুঁয়ে প্রণাম করে শ্রদ্ধা জানাচ্ছেন।

গতকালের অনুষ্ঠানে নির্মলা সীতারমন বলেন, "গত ৬০ বছর ধরে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাজ বন্ধ ছিল। কিন্তু BJP সরকার দায়িত্ব সহকারে দেশের শহিদদের তা উৎসর্গ করেছে।"

ABOUT THE AUTHOR

...view details