পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এক নজরে আত্মনির্ভর ভারত (পর্ব - 3) - আত্মনির্ভর

কৃষি ও মৎস্যচাষের পাশাপাশি পশুপালন, জৈব-ভেষজ শিল্পের ক্ষেত্রে বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে কেন্দ্র ৷

Nirmala Sitharaman announced one lakh crore package for farmers
নির্মলা সীতারমন

By

Published : May 15, 2020, 6:09 PM IST

Updated : May 18, 2020, 12:10 PM IST

দিল্লি, 15 মে : আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে 20 লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্যাকেজ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কৃষকদের অ্যাকাউন্টে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 18 হাজার 700 কোটি টাকা ট্রান্সফার করেছে কেন্দ্রীয় সরকার ৷ পাশাপাশি মৎস্যজীবীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ও কর্মসংস্থানের সুযোগের ঘোষণা করা হয়েছে ৷ দেশের জৈব ও ভেষজ চাষের ওপর জোর দিতে বিশেষ প্যাকেজের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷

এক নজরে দেখা যাক, আজ কোন কোন ক্ষেত্রে আর্থিক প্যাকেজের ঘোষণা হল -

কৃষি-

কৃষকদের জন্য এক লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা ৷

1 লাখ কোটির মধ্যে রয়েছে হিমঘর, শস্য গুদাম রয়েছে ৷

কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 18 হাজার 700 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার ৷

কৃষি সমবায় ও FPO-র জন্য বরাদ্দের ঘোষণা কেন্দ্রের ৷

কৃষকরা দেশের যেকোনও জায়গায় ফসল বিক্রি করতে পারবেন ৷

ফসল উৎপাদন থেকে বিক্রি করা পর্যন্ত কৃষকদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য আইন আনবে কেন্দ্র ৷

ন্যূনতম সহায়ক মূল্যের জন্য 74 হাজার 300 কোটি টাকা ব্যয় কেন্দ্রের ৷

ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণে 10 হাজার কোটি ব্যয় কেন্দ্রের ৷

কৃষি পরিবহণের ক্ষেত্রে 50 শতাংশ ভর্তুকি ৷

তৃতীয় দফায় অর্থমন্ত্রীর ঘোষণা...

মৎস্য-

মৎস্যচাষের ক্ষেত্রে 20 হাজার কোটির প্যাকেজ ৷

নতুন মৎস্যবন্দর তৈরি করা হবে ৷

মৎস্যচাষ ও প্রক্রিয়াকরণে 55 লাখ কর্মসংস্থান ৷

মৎস্যজীবীদের জন্য বিমার ঘোষণা ৷

পশুপালন, দুগ্ধজাত ও জৈব-ভেষজ শিল্প-

15 হাজার কোটি টাকা ব্যয় হবে দুগ্ধজাত শিল্পের ক্ষেত্রে ৷

100 শতাংশ গবাদি পশুর টিকাকরণ করা হবে ৷

এর জন্য 13 হাজার 347 কোটি টাকা ব্যয় ৷

সমবায় সমিতি থেকে দু’মাসে 560 লিটার দুধ কিনেছে কেন্দ্র ৷

জৈব ও ভেষজ চাষে 4 হাজার কোটি টাকা ব্যয় করবে কেন্দ্র ৷

Last Updated : May 18, 2020, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details