পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের কিউরেটিভ পিটিশন, ফাঁসির বদলে যাবজ্জীবনের আর্জি পবনের

ফের নির্ভয়া ধর্ষণের ঘটনায় জমা পড়ল কিউরেটিভ পিটিশন । 3 মার্চ ধার্য হয়েছে ফাঁসির দিন । ফাঁসির দিনকয়েক আগেই ফের জমা পড়ল পিটিশন ।

Nirbhaya
ছবি

By

Published : Feb 28, 2020, 4:38 PM IST

দিল্লি, 28 ফেব্রুয়ারি : নির্ভয়া ধর্ষণের ঘটনায় ফের সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন ৷ এবার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করার জন্য সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন জমা দিল নির্ভয়ার অন্যতম দোষী পবন কুমার ৷ এদিকে একের পর এক পিটিশনের জন্য বার বার পিছিয়েছে নির্ভয়ার দোষীদের ফাঁসির দিন ৷ 17 ফেব্রুয়ারি আদালতের নির্দেশ মতো 3 মার্চ ফাঁসির দিন ধার্য করা হয়েছে ৷ এই নিয়ে পর পর তিনবার জারি হয়েছে মৃত্যু পরোয়ানা ৷

এর আগে নির্ভয়াকাণ্ডের অপর দোষী বিনয় শর্মা রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল । 14 ফেব্রুয়ারি বিনয়ের সেই আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট । তিহাড় জেল কর্তৃপক্ষ এরপর জানিয়েছিল, নির্ভয়াকাণ্ডের তিন দোষীর সমস্তরকম আইনি সুযোগ-সুবিধা খারিজ হয়ে গেছে । কারও আর কোনও আবেদন নেই । এবার নতুন করে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল পবন কুমার ৷

একের পর এক ফাঁসির দিন পিছিয়ে যাওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন নির্ভয়ার মা ৷ নতুন করে ফাঁসির দিন ধার্য হওয়ার পর সাংবাদিকরা এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া চাইলে তিনি বলেছিলেন, "আমি খুব খুশি নই । কারণ এই নিয়ে তিন বার দোষীদের মৃত্যু পরোয়ানা জারি হল । আমরা অনেক কষ্ট করেছি । তাই আমি সন্তুষ্ট যে, অবশেষে মৃত্যু পরোয়ানা জারি হয়েছে । আমি আশা করছি 3 মার্চ ফাঁসি কার্যকর হবে ।"

ABOUT THE AUTHOR

...view details