পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NIFT কাউন্সেলিং ২০২০-র রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল - 2020

এন্ট্রান্স পরীক্ষায় যারা যোগ্যতা অর্জন করেছেন, তারা NIFT—তে কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করাতে পারবেন, তাদের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া লিঙ্কের মাধ্যমে। কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য নাম নথিবদ্ধ করাতে পরিক্ষার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ এন্টার করতে হবে।

NIFT
NIFT

By

Published : Aug 15, 2020, 2:30 AM IST

কলকাতা, 14 অগাস্ট : , NIFT কাউন্সেলিং ২০২০ , অস্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র-ছাত্রীদের অনলাইনে NIFT কাউন্সেলিং ২০২০ —এর জন্য নাম নথিবদ্ধ করার সময়সীমা বাড়াল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি । এই কাউন্সেলিং প্রক্রিয়ায়, স্নাতকস্তরের জন্য অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ দিন 21 অগাস্ট এবং স্নাতকোত্তর পর্যায়ের জন্য ১৭ অগাস্ট। সরাসরি আবেদন করুন nift.ac.in এ ।

এন্ট্রান্স পরীক্ষায় যারা যোগ্যতা অর্জন করেছেন, তারা NIFT—তে কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করাতে পারবেন, তাদের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া লিঙ্কের মাধ্যমে। কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য নাম নথিবদ্ধ করাতে পরিক্ষার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ এন্টার করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে কাউন্সেলিংয়ের নতুন তারিখ শীঘ্রই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।

অফিশিয়াল ওয়েবসাইট nift.ac.in -এ অনলাইনে কাউন্সেলিং প্রক্রিয়ায় নাম নথিবদ্ধ করার লিঙ্ক রয়েছে। পরিক্ষার্থীরা NIFT কাউন্সেলিং 2020—এর জন্য নিচে দেওয়া লিংকে সরাসরি ক্লিকও করতে পারে।

https://nift.applyadmission.net/frontend/web/index.php?r=site/login

https://nift.ac.in/sites/default/files/inline-

files/Notification_4%20dated%2013th%20August%2C%202020.pdf

কীভাবে NIFT কাউন্সেলিং 2020-র জন্য নাম নথিবদ্ধ করবেন ?

1.NIFT-র অফিসিয়াল ওয়েবসাইট nift.ac.in এ যান।

2.রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করুন।

3.লিংকে অ্যাপ্লিকেশন নাম্বার ও নিজের জন্মতারিখ এন্টার করুন।

4.অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে অন্যান্য জরুরি তথ্য এন্টার করুন।

5.যা যা জরুরি নথি, আপলোড করুন।

6.অ্যাপ্লিকেশন ফি জমা দিন।

7.ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করুন।

NIFT 2020 কাউন্সেলিং প্রক্রিয়া সংক্রান্ত আরও তথে্যর জন্য পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে NIFT—এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে। NIFT কাউন্সেলিং প্রক্রিয়া সংক্রান্ত সব তথ্য সেখান থেকেই পাওয়া যাবে।

ABOUT THE AUTHOR

...view details