পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দভিন্দরকে জিজ্ঞাসাবাদে কাশ্মীরে NIA

জঙ্গিদের সঙ্গে দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে আটক করা হয়েছিল DSP দভিন্দার সিংকে ৷ এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে কাশ্মীরে পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে NIA ৷

NIA
দভিন্দার সিং

By

Published : Jan 19, 2020, 1:09 PM IST

শ্রীনগর, 19 জানুয়ারি : জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র পাঁচ সদস্যের এক প্রতিনিধি দলকে আজ কাশ্মীরে পাঠানো হল ৷ জঙ্গিদের সঙ্গে ধৃত DSP দভিন্দর সিংকে জিজ্ঞাসাবাদ করার কথা আজ ৷

সূত্র মারফত জানা গেছে, ওই তদন্তকারী দল এক সপ্তাহ থাকবে শ্রীনগরে ৷ জিজ্ঞাসাবাদ করা হবে ধৃত DSP দভিন্দর সিংকে ৷ তদন্তের সঙ্গে জড়িত তথ্যপ্রমাণ জোগাড় করে দিল্লি ফেরার কথা ওই তদন্তকারী দলের সদস্যদের ৷ সূত্রের খবর, CIA-র প্রতিনিধি দলের সদস্যরা তদন্তের স্বার্থে দভিন্দরকেও দিল্লি নিয়ে আসতে পারেন ৷ তদন্ত চলাকালীন কুলগাম, কাজ়িগুন্দ শ্রীনগর বিমানবন্দর ও দভিন্দরের বাড়িসহ বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখার কথা CIA প্রতিনিধিদের ৷

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ পাওয়ার পর গতকালই জাতীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় একটি মামলা দায়ের করে এবং তদন্তের কাজ শুরু করেছে ৷

আরও পড়ুন : দভিন্দরের বাড়িতেই আশ্রয় নিয়েছিল জঙ্গিরা

12 জানুয়ারি দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিসহ আটক করা হয়েছিল পুলিশ আধিকারিক দভিন্দর সিংকে । শ্রীনগরে আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বে ছিলেন তিনি । সেদিন জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওয়ানপো এলাকার একটি চেক পোস্টে তাদের গাড়ি আটকানো হয়েছিল । গাড়িটি সোপিয়ান থেকে জম্মুর দিকে যাচ্ছিল । পুলিশের অনুমান, হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল দভিন্দরের ।

ABOUT THE AUTHOR

...view details