শ্রীনগর, 19 জানুয়ারি : জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র পাঁচ সদস্যের এক প্রতিনিধি দলকে আজ কাশ্মীরে পাঠানো হল ৷ জঙ্গিদের সঙ্গে ধৃত DSP দভিন্দর সিংকে জিজ্ঞাসাবাদ করার কথা আজ ৷
সূত্র মারফত জানা গেছে, ওই তদন্তকারী দল এক সপ্তাহ থাকবে শ্রীনগরে ৷ জিজ্ঞাসাবাদ করা হবে ধৃত DSP দভিন্দর সিংকে ৷ তদন্তের সঙ্গে জড়িত তথ্যপ্রমাণ জোগাড় করে দিল্লি ফেরার কথা ওই তদন্তকারী দলের সদস্যদের ৷ সূত্রের খবর, CIA-র প্রতিনিধি দলের সদস্যরা তদন্তের স্বার্থে দভিন্দরকেও দিল্লি নিয়ে আসতে পারেন ৷ তদন্ত চলাকালীন কুলগাম, কাজ়িগুন্দ শ্রীনগর বিমানবন্দর ও দভিন্দরের বাড়িসহ বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখার কথা CIA প্রতিনিধিদের ৷