দিল্লি, ১ ফেব্রুয়ারি : মধ্যবিত্তের জন্য সুখবর। বার্ষিক পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। আজ অন্তর্বর্তী বাজেটে আয়করের নতুন পরিকাঠামো ঘোষণা করেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।
আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ৫ লাখ - finance minister
আর কয়েকমাস পর লোকসভা নির্বাচন। তার আগে শেষবার বাজেট মোদি সরকারের। তবে এবার পূর্ণাঙ্গ বাজেট নয়। আজ সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করছেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।
ছবিটি প্রতীকী
বার্ষিক পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। এর জেরে ৩ কোটি মধ্যবিত্ত বছরে ১৮,৫০০ কোটি টাকা সঞ্চয় করতে পারবে। এর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করলে সাড়ে ৬ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর লাগবে না । এর আগে বার্ষিক সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত আয়ে কর লাগত না। এর সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ছিল ৪০ হাজার টাকা।