পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আতঙ্কিত নয়, সতর্ক হোন ; ফের বার্তা মোদির - নরেন্দ্র মোদির সতর্কবার্তা

কোরোনার মোকাবিলায় ফের বার্তা প্রধানমন্ত্রীর ৷ সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানান তিনি ৷

modi
মোদি

By

Published : Mar 21, 2020, 5:44 PM IST

দিল্লি, 21 মার্চ : কোরোনা ভাইরাস নিয়ে আগেই নিজের উদ্বেগ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কোরোনার মোকাবিলায় আগামীকাল জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন ৷ কাল দেশজুড়ে তা হওয়ার কথা ৷ তার আগে ফের একবার কোরোনা নিয়ে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ বললেন, "আতঙ্কিত নয়, সতর্ক হোন ৷"

আজ একাধিক টুইট করেন প্রধানমন্ত্রী ৷ কোরোনার মোকাবিলায় কী কী করা উচিত তা ফের মনে করিয়ে দেন ৷ তাঁর বার্তা, "নিজের বাড়িতেই থাকতে হবে তা নয় ৷ যে শহর বা গ্রামে আছেন বরং সেখানেই থাকুন ৷ অপ্রয়োজনে ঘুরে বেড়াবেন না ৷ এতে কারও কোনও উপকার হবে না ৷ এই সময় ছোট্ট কোনও কাজও বড় প্রভাব ফেলবে ৷"

প্রধানমন্ত্রীর আরও সংযোজন, "ডাক্তার ও বিশেষজ্ঞরা যে সব পরামর্শ দিয়েছেন তা এখন মেনে চলা উচিত ৷ যাদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, তাঁরা নির্দেশ মেনে চলুন ৷ এতে আপনি, আপনার পরিবার ও বন্ধু-বান্ধব সুরক্ষিত থাকবেন ৷"

এই দুটি বার্তা দেওয়ার আগে কোরোনা সতর্কতা নিয়ে আরও একটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ অসতর্কতার কারণে কীভাবে কোরোনা ভাইরাস দ্রুত সংক্রমিত হতে পারে সেই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করেন ৷

ABOUT THE AUTHOR

...view details