পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

‘ধর্মপ্রাণ হিন্দু’ নেতাজি অন্য ধর্মের প্রতি সহিষ্ণুও ছিলেন : অনিতা বসু পাফ - ‘ধর্মপ্রাণ হিন্দু’ নেতাজি অন্য ধর্মের প্রতি সহিষ্ণুও ছিলেন : অনিতা বুস পাফ

অনিতা বসু পাফ৷ তিনি একজন জার্মান অর্থনীতিবিদ৷ তবে তাঁর সবচেয়ে বড় পরিচয় হল, তিনি নেতাজির কন্যা৷ শনিবার দেশজুড়ে যখন পরাক্রম দিবস পালন করা হচ্ছে, তখনই তাঁর প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে৷

netaji was very 'devout hindu, but very tolerant to other religions : Anita Bose Pfaff
‘ধর্মপ্রাণ হিন্দু’ নেতাজি অন্য ধর্মের প্রতি সহিষ্ণুও ছিলেন : অনিতা বুস পাফ

By

Published : Jan 23, 2021, 7:12 PM IST

Updated : Jan 24, 2021, 12:23 PM IST

মিউনিখ, 23 জানুয়ারি : দেশের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর ভালোবাসা অন্য সব কিছুর থেকেই বেশি ছিল৷ নেতাজির 125 তম জন্মজয়ন্তীতে এমনই মূল্যায়ন করলেন অনিতা বসু পাফ৷ তিনি একজন জার্মান অর্থনীতিবিদ ৷ তবে তাঁর সবচেয়ে বড় পরিচয় হল, তিনি নেতাজির কন্যা৷ শনিবার দেশজুড়ে যখন পরাক্রম দিবস পালন করা হচ্ছে, তখনই তাঁর প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে৷

একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন৷ সেখানে তিনি বলেন, ‘‘নেতাজি যে কোনও বিষয়ে গভীর চিন্তাভাবনা করতেন ৷ তিনি কাজে বিশ্বাস করতেন ৷ তিনি দেখতে চাইতেন আধুনিক দেশ৷ কিন্তু দেশের ইতিহাস, দর্শন এবং ধর্মীয় বিশ্বাস নিয়েই চলবে৷’’

তবে স্বাধীনতার পর দেশকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে৷ এমনটাই মনে করতেন নেতাজি ৷ নেতাজি চেয়েছিলেন যে তিনিও স্বাধীনতার পরের সংগ্রামে ভারতবাসীর সঙ্গে সংযুক্ত হবেন৷ কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেটা বাস্তবে সম্ভব হয়নি৷ ওই ভিডিয়ো বার্তায় এমনটাই জানিয়েছেন অনিতা বসু পাফ৷

আরও পড়ুন :নেতাজি-স্মরণ

পাশাপাশি তিনি জানিয়েছেন যে নেতাজি একজন ‘ধর্মপ্রাণ হিন্দু’ ছিলেন৷ কিন্তু তিনি অন্য ধর্মের প্রতি সহিষ্ণুও ছিলেন৷ সেই কারণে আইএনএ-র সদস্যরা ও তাঁদের পরিবারের সদস্যরা তাঁর এই চিন্তাধারায় খুব অনুপ্রাণিত হয়েছিলেন৷

Last Updated : Jan 24, 2021, 12:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details