মিউনিখ, 23 জানুয়ারি : দেশের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর ভালোবাসা অন্য সব কিছুর থেকেই বেশি ছিল৷ নেতাজির 125 তম জন্মজয়ন্তীতে এমনই মূল্যায়ন করলেন অনিতা বসু পাফ৷ তিনি একজন জার্মান অর্থনীতিবিদ ৷ তবে তাঁর সবচেয়ে বড় পরিচয় হল, তিনি নেতাজির কন্যা৷ শনিবার দেশজুড়ে যখন পরাক্রম দিবস পালন করা হচ্ছে, তখনই তাঁর প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে৷
একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন৷ সেখানে তিনি বলেন, ‘‘নেতাজি যে কোনও বিষয়ে গভীর চিন্তাভাবনা করতেন ৷ তিনি কাজে বিশ্বাস করতেন ৷ তিনি দেখতে চাইতেন আধুনিক দেশ৷ কিন্তু দেশের ইতিহাস, দর্শন এবং ধর্মীয় বিশ্বাস নিয়েই চলবে৷’’