পশ্চিমবঙ্গ

west bengal

বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক নেপালের বিদেশমন্ত্রীর

By

Published : Jan 15, 2021, 6:22 PM IST

গত বছর দুই দেশের মধ্যে সীমান্ত বিতর্ক তৈরি হয়৷ ভারতের তিনটি জায়গাকে নিজেদের বলে দাবি করে নেপাল৷ তারা একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে৷ যেখানে ওই তিনটি জায়গা নেপালের অন্তর্গত বলে দেখানো হয়৷ ভারত নেপালের এই ভূমিকার তীব্র সমালোচনা করে সেই সময়৷ এই পরিস্থিতিতে নেপালের বিদেশমন্ত্রীর ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷

Nepal's Foreign Minister meets EAM Jaishankar in Delhi
বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক নেপালের বিদেশমন্ত্রীর

দিল্লি, 15 জানুয়ারি :তিনদিনের ভারত সফরে নেপালের বিদেশমন্ত্রী প্রদীপকুমার গয়ালি৷ গতকাল, বৃহস্পতিবার তিনি ভারত সফরে এসেছেন৷ আজ, শুক্রবার তাঁর সফরের দ্বিতীয়দিন৷ এদিন তিনি সাক্ষাৎ করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে৷ পাশাপাশি তিনি যুগ্ম ভাবে ভারত-নেপাল জয়েন্ট কমিশন মিটিংয়ের পৌরহিত্যও করবেন ৷

গত বছর দুই দেশের মধ্যে সীমান্ত বিতর্ক তৈরি হয়৷ ভারতের তিনটি জায়গাকে নিজেদের বলে দাবি করে নেপাল৷ তারা একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে৷ যেখানে ওই তিনটি জায়গা নেপালের অন্তর্গত বলে দেখানো হয়৷ ভারত নেপালের এই ভূমিকার তীব্র সমালোচনা করে সেই সময়৷ যদিও গত নভেম্বর নেপাল সফরে গিয়েছিলেন ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা৷ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে এই সফর করেছিলেন তিনি৷ ফলে এই পরিস্থিতিতে নেপালের বিদেশমন্ত্রীর ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷

আরও পড়ুন :ভারতীয় সেনার ধৈর্যের পরীক্ষা নেওয়া বন্ধ হোক, চিনকে বার্তা সেনাপ্রধানের

নেপালে অবশ্য এখন রাজনৈতিক অস্থিরতাও রয়েছে৷ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পরামর্শে সেদেশের রাষ্ট্রপতি বৈদ্যদেবী ভান্ডারি সংসদের নিম্নকক্ষ ভেঙে দেন৷ তার পর চলতি বছরের 30 এপ্রিল এবং 10 মে নির্বাচনের প্রস্তাব দিয়েছে ওলি৷ যা স্বাভাবিক নির্বাচনের সময়ের থেকে 2 বছর আগে ৷

ABOUT THE AUTHOR

...view details