কাঠমান্ডু (নেপাল), 15 জানুয়ারি : ভারতের অ্য়াস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ভ্য়াকসিন জরুরিভিত্তিতে ব্য়বহারে সম্মত হল ৷ আজ নেপালের তরফে এমনটা জানানো হয়েছে ৷ সেদেশে জরুরিভিত্তিতে কোভিশিল্ড ব্য়বহারে ছাড়পত্র দিয়েছে নেপাল সরকার ৷ ভারত সরকারের তরফে এদিন এমনটাই জানানো হয়েছে ৷ তবে, নেপালের তরফে এই ছাড়পত্র দেওয়া হয়েছে শর্তসাপেক্ষে ৷
এখনও পর্যন্ত নেপালে 2 লক্ষ 66 হাজার 816 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্য়ে 1,948 জন মারা গিয়েছেন ৷ আজ কোরোনার ভ্য়াকসিন কোভিশিল্ড কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে নেপালের বিদেশমন্ত্রী প্রদীপকুমার গেয়াওয়ালি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ৷ ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্য়ে কোরোনা মহামারি নিয়ে আলোচনা হয়েছে ৷