মুম্বই , 24 নভেম্বর : আজ বিকেলে হদিশ মিলল NCP বিধায়ক দৌলত দরোদার ৷ গতকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷ তিনি জানালেন , শরদ পাওয়ারের সিদ্ধান্তে সমর্থন আছে তাঁর ৷ গতকাল থেকে নিখোঁজ ছিলেন আরও তিন NCP বিধায়ক ৷
শনিবার ভোররাতেই বদলে গেছে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ । শেষ মুহূর্তে কার্যত বাজিমাত করেছে BJP । দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে BJP ও NCP ৷ সেইসময়েই নাটকীয়ভাবে নিখোঁজ হন চার NCP বিধায়ক ৷ তাঁদের নামে মিসিং ডায়েরিও করা হয় ৷ আজ হদিশ পাওয়া যায় দৌলত দরোদার ৷ তিনি জানান, NCP প্রধান শরদ পাওয়ারের সিদ্ধান্তে তিনি সমর্থন করেন ৷ দলীয় নেতৃত্বের নেওয়া যে কোনও সিদ্ধান্তে তাঁর সমর্থন আছে ৷ তিনি আরও বলেন , "অজিত পাওয়ারকে সমর্থন করেছিলাম ৷ কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেন তিনি ৷ BJP-র সঙ্গে জোট করেন ৷ "
দৌলত দরোদা আজ ফিরে আসার পর বলেন , "আমি এখন নিরাপদ ৷ দল পরিবর্তনের কোনও প্রশ্ন নেই ৷ যে সিদ্ধান্ত অজিত পাওয়ার ও শরদ পাওয়ার নেবেন আমার তাতে সমর্থন রয়েছে ৷ গুজব ছড়াবেন না ৷ "
NCP-র অন্য তিন বিধায়ক মনিক্রাও কোকাতে, অনিল পাটিল ও নিতিন পাওয়ারও গতকাল থেকে নিখোঁজ ছিলেন । তাঁরা আজ ফিরে আসেন ৷ তাঁরাও শরদ পাওয়ারকে সমর্থন করেছেন ৷ নিতিন পাওয়ার বলেন , " আমি আমার পরিবারকে দুশ্চিন্তা না করার অনুরোধ করব ৷ আমি দলের সঙ্গেই আছি ৷ "