পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফিরলেন NCP-র নিখোঁজ বিধায়করা, বললেন দলের সঙ্গে রয়েছি

শনিবার ভোররাতেই বদলে গেছে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ । শেষ মুহূর্তে কার্যত বাজিমাত করেছে BJP ।  দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে BJP ও NCP ৷ সেইসময়েই নাটকীয়ভাবে নিখোঁজ হন চার NCP বিধায়ক ৷ তাঁদের নামে মিসিং ডায়েরিও করা হয় ৷ আজ হদিশ পাওয়া যায় দৌলত দরোদার ৷ তিনি জানান দলপ্রধান শরদ পাওয়ারের সিদ্ধান্তে তিনি সমর্থন করেন ৷

দৌলত দরোদা

By

Published : Nov 24, 2019, 7:39 PM IST

Updated : Nov 24, 2019, 8:14 PM IST

মুম্বই , 24 নভেম্বর : আজ বিকেলে হদিশ মিলল NCP বিধায়ক দৌলত দরোদার ৷ গতকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷ তিনি জানালেন , শরদ পাওয়ারের সিদ্ধান্তে সমর্থন আছে তাঁর ৷ গতকাল থেকে নিখোঁজ ছিলেন আরও তিন NCP বিধায়ক ৷

শনিবার ভোররাতেই বদলে গেছে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ । শেষ মুহূর্তে কার্যত বাজিমাত করেছে BJP । দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে BJP ও NCP ৷ সেইসময়েই নাটকীয়ভাবে নিখোঁজ হন চার NCP বিধায়ক ৷ তাঁদের নামে মিসিং ডায়েরিও করা হয় ৷ আজ হদিশ পাওয়া যায় দৌলত দরোদার ৷ তিনি জানান, NCP প্রধান শরদ পাওয়ারের সিদ্ধান্তে তিনি সমর্থন করেন ৷ দলীয় নেতৃত্বের নেওয়া যে কোনও সিদ্ধান্তে তাঁর সমর্থন আছে ৷ তিনি আরও বলেন , "অজিত পাওয়ারকে সমর্থন করেছিলাম ৷ কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেন তিনি ৷ BJP-র সঙ্গে জোট করেন ৷ "

দৌলত দরোদা আজ ফিরে আসার পর বলেন , "আমি এখন নিরাপদ ৷ দল পরিবর্তনের কোনও প্রশ্ন নেই ৷ যে সিদ্ধান্ত অজিত পাওয়ার ও শরদ পাওয়ার নেবেন আমার তাতে সমর্থন রয়েছে ৷ গুজব ছড়াবেন না ৷ "

NCP-র অন্য তিন বিধায়ক মনিক্রাও কোকাতে, অনিল পাটিল ও নিতিন পাওয়ারও গতকাল থেকে নিখোঁজ ছিলেন । তাঁরা আজ ফিরে আসেন ৷ তাঁরাও শরদ পাওয়ারকে সমর্থন করেছেন ৷ নিতিন পাওয়ার বলেন , " আমি আমার পরিবারকে দুশ্চিন্তা না করার অনুরোধ করব ৷ আমি দলের সঙ্গেই আছি ৷ "

আরও পড়ুন : পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্র দখলের চক্রান্ত হয়েছিল : রবিশংকর প্রসাদ

NCP নেতা ছগান ভুজওয়াল বলেন , "দলের 49 জন বিধায়ক ছিলেন ৷ আরও একজন যোগ দিতে পারেন ৷ অজিত পাওয়ার দলে ফিরবেন না ৷ " ভুজওয়াল দাবি করেন , "49-50 জন বিধায়ক আমাদের সঙ্গে আছেন ৷ NCP-কংগ্রেস-শিব সেনা মহারাষ্ট্রে সরকার গঠন করবে ৷"

আরও পড়ুন : মহাজটে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মসনদ

এবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে 105 টি আসনেই থমকে গেছিল BJP । 56টি আসন পায় শিবসেনা । তবে, ঠাকরে পরিবার থেকে প্রথম ভোটে দাঁড়ানো উদ্ধব পুত্র আদিত্যকে মুখ্যমন্ত্রী করার দাবি তোলে শিবসেনা । কিন্তু BJP দেবেন্দ্র ফড়নবিসকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্তে অনড় ছিল । BJP-র এই অবস্থানের জেরে পরবর্তীতে কংগ্রেস ও NCP-র সঙ্গে জোট করে সরকার গঠনের চেষ্টা করে শিবসেনা । কোনও দলই সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক জোগাড় করতে না পারায় রাজ্যে জারি হয় রাষ্ট্রপতি শাসন । শুক্রবার রাত পর্যন্ত রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করেছিল কংগ্রেস ও NCP-র সঙ্গে জোট করে শিবসেনাই সরকার গঠন করবে এবং উদ্ধব ঠাকরে হবেন মুখ্যমন্ত্রী । কিন্তু ভোররাতেই রাজ্য রাজনীতির পটভূমিতে বড়মাপের ওলটপালট হল । পরিবর্তিত পরিস্থিতিতে NCP-র সঙ্গে মিলে সরকার গঠন করে BJP ।

Last Updated : Nov 24, 2019, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details