পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জাতীয়তাবাদ এবং ভারত মাতা কী জয় স্লোগানের অপব্যবহার হচ্ছে : মনমোহন সিং

দিল্লিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় সরকারকে একহাত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ৷ নাম না করে মোদি সরকারকে আক্রমণ করেন তিনি ৷

aa
মনমোহন সিং

By

Published : Feb 23, 2020, 2:57 AM IST

দিল্লি, 23 ফেব্রুয়ারি : এর আগে একাধিকবার দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন তিনি৷ এবার উগ্র জাতীয়তাবাদ ইশুতে BJP-কে আক্রমণ করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ গতকাল দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "জাতীয়তাবাদ এবং ভারত মাতা কী জয় স্লোগানের অপব্যবহার করা হচ্ছে ৷ এর মাধ্যমে উগ্র এবং আবেগতাড়িত এমন এক ভারত গড়ার চেষ্টা হচ্ছে যেখান থেকে লাখ লাখ নাগরিক বিচ্ছিন্ন হয়ে যাবেন৷"

গতকাল দিল্লিতে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাজ ও বক্তৃতা সম্বলিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন মনমোহন সিং ৷ 'হু ইজ় ভারত মাতা' নামে বইটি দেশের প্রথম প্রধানমন্ত্রীর ভাবনা ও কাজকর্মের খতিয়ান সম্বলিত ৷ বইটি প্রকাশ করেছেন পুরুষোত্তম আগরওয়াল ও রাধা কৃষ্ণ ৷

অনুষ্ঠানে মনমোহন সিং বলেন, " গণতন্ত্রাতিক দেশ হিসেবে মানুষ যে আজ ভারতকে চিনেছে তা নেহরুর জন্যই ৷ বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র হিসেবে ভারত যে পরিচিতি পেয়েছে তাও দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্যই ৷ তিনিই দেশের প্রধান স্থপতি ৷ এক অস্থির সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন নেহরু ৷ তখন সবেমাত্র ভারত গড়ে উঠছে৷ ভারতের মানুষ সবেমাত্র বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে গণতান্ত্রিক ধারায় জীবন যাপন করতে শুরু করেছেন ৷ ঠিক সেই সময়ে দেশকে নেতৃত্ব দিয়ে সঠিক পথে নিয়ে এসেছিলেন নেহরু ৷" তাঁর বক্তব্যে উঠে আসে নেহরুর প্রশংসা ৷ বলেন, "ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারতীয় সংস্কৃতি নিয়ে খুবই গর্বিত ছিলেন ৷ সেই সংস্কৃতিকে আধুনিক ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে বজায়ও রেখেছিলেন ৷ তিনি ছিলেন একাধিক ভাষায় পারদর্শী ৷ বহু বিশ্ববিদ্যালয়, অ্যাকাডেমি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন আধুনিক ভারত গড়ার জন্য ৷ কিন্তু বর্তমানে নেহরুর মতো নেতৃত্ব দেওয়ার কেউ নেই ৷"

মঞ্চ থেকেই এরপর নাম না করে BJP নেতৃত্বকে একহাত নেন প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ বলেন, " দুর্ভাগ্যের বিষয় হল একদল মানুষ রয়েছেন যাঁদের ইতিহাস জানার ধৈর্য নেই ৷ শুধু নিজেদের সংস্কারের মাধ্যমেই চালিত হন তাঁরা ৷ তাঁরা প্রত্যেকেই নেহরুকে ভুলভাবে মানুষের কাছে তুলে ধরতে চান ৷ কিন্তু আমি নিশ্চিত মানুষের ভুল এবং মিথ্যা ধারণাকে ভাঙানোর ক্ষমতা ইতিহাসের রয়েছে ৷ মানুষ সত্যিটা ঠিক বুঝতে পারবেন৷ "

নেহরুর জীবনী, বিশ্বের কিছু টুকরো টুকরো ইতিহাস, ভারত নির্মাণ, নেহরুর বক্তৃতা, প্রবন্ধ, স্বাধীনতার আগে ও পরে তাঁর লেখা চিঠি এবং তাঁর কয়েকটি প্রকাশিত সাক্ষাৎকার উঠে এসেছে বইটিতে ৷ প্রথম বইটি ইংরেজিতে প্রকাশিত হয় ৷ বর্তমানে বইটির কন্নড় অনুবাদও প্রকাশিত হল ৷

ABOUT THE AUTHOR

...view details