পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের 'কাহে কা NRC?', বিহারে এসব হবে না, স্পষ্ট জানালেন নীতীশ - বিহার

NRC নিয়ে ফের একবার NDA জোটের মধ্যে অস্বস্তি বাড়ালেন নীতীশ কুমার । বিহারে কোনওভাবেই NRC হবে না বলে আরও একবার জানিয়ে দিলেন তিনি ।

nitish kumar
ছবি

By

Published : Feb 23, 2020, 10:41 PM IST

দ্বারভাঙা, 23 ফেব্রুয়ারি : বিহার বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরকে আরও একবার চাপে ফেলল NDA জোটের অন্যতম শরিক দল JD(U) । বিহারে NRC হবে না বলে ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । তিনি আরও বলেন, 2010 সালে NPR যেভাবে হয়েছিল সেইভাবেই এইবছরও হতে হবে, অন্য কোনও উপায়ে NPR করা যাবে না । আজ দ্বারভাঙায় এসে আরও একবার এই বার্তাই দিলেন NDA জোটের অন্যতম প্রধান মুখ ।

এর আগেও 'কাহে কা NRC?' প্রশ্ন তুলে জোট সঙ্গী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলেছিলেন তিনি । গত বছরের ডিসেম্বরেই এই প্রশ্ন তুলেছিলেন তিনি । জানুয়ারিতেও তিনি বিহারের বিধানসভায় আরও একবার জানিয়ে দেন বিহারে কোনওভাবেই NRC হবে না ।

আজ ফের একবার NRC নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন JD(U) প্রধান নীতীশ কুমার । তবে জোট ছেড়ে বেড়িয়ে আসার কোনও চিন্তা ভাবনা যে নেই সেই কথাও গতকালই পরিষ্কার করে দিয়েছিলেন তিনি । গতকাল তিনি জানিয়েছিলেন, "আসন্ন বিধানসভা নির্বাচনে 200 টিরও বেশি আসন পেতে চলেছে NDA জোট ।"

ABOUT THE AUTHOR

...view details