দিল্লি, ১৩ অগাস্ট : দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি সময় পদে থাকার নজির গড়লেন নরেন্দ্র মোদি । এই তালিকায় তাঁর আগে রয়েছেন- জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি ও মনমোহন সিং।
অ-কংগ্রেসি হিসেবে নরেন্দ্র মোদিই প্রথম যিনি সবথেকে বেশি সময় প্রধানমন্ত্রীর পদে রয়েছেন । এক্ষেত্রে অটলবিহারী বাজপেয়িকেও ছাপিয়ে গেছেন তিনি। 2014 সালের 26 মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নেন নরেন্দ্র মোদি । 30 মে, 2019-এ দ্বিতীয়বার তিনি প্রধানমন্ত্রীর পদে আসীন হন । সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রিত্ব করেছেন পণ্ডিত জওহরলাল নেহরু । প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সময়কাল ছিল 17 বছর । এরপরেই রয়েছেন ইন্দিরা গান্ধি । তিনি দু'বারে 11 বছর ও পাঁচ বছর প্রধানমন্ত্রী থেকেছেন । মনমোহন সিং দু'বারে পাঁচ বছর করে মোট 10 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন ।